মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাসুলের (সা.) শিক্ষা মানবজাতির জন্য অনুসরণীয়: কেসিসি মেয়র

প্রকাশিত : ১২:১৫ এএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার

রাসুলের-সা-শিক্ষা-মানবজাতির-জন্য-অনুসরণীয়-কেসিসি-মেয়র

রাসুলের-সা-শিক্ষা-মানবজাতির-জন্য-অনুসরণীয়-কেসিসি-মেয়র

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন বিশ্বের জন্য রহমতস্বরূপ। ধর্মীয় ও পার্থিব জীবনে রাসুলের শিক্ষা মানবজাতির জন্য অনুসরণীয়। তার আদর্শ নিয়ে চললে সমাজে কোনো হানাহানি থাকবে না।

রোববার নগরভবন চত্বরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ইসলাম শান্তির ধর্ম। রাসুলের আদর্শ অনুসরণ করে চললে জীবন উন্নত হবে। হযরত মুহাম্মদ (সা.) তৎকালীন আরব সমাজের অন্যায়, অবিচার, অসত্য ও অন্ধকারের বিপরীতে মানুষকে আলোর পথ দেখান। প্রতিষ্ঠা করেন সত্য, সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা। তার আদর্শ ও বিচক্ষণতা বিশ্বের জাতিতে জাতিতে সংঘাত-সংঘর্ষ নিরসনে সহায়ক ভূমিকা রাখতে পারে। তিনি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি নারীর মর্যাদা ও অধিকারের বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন।

অনুষ্ঠানে কেসিসির শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন কেসিসির প্যানেল মেয়র আলী আকবর টিপু। 

হযরত মুহাম্মদের (সা.) জীবন সম্পর্কে আলোচনা করেন কেসিসির ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, কেসিসির শিক্ষা সমিতির সভাপতি মাওলানা নাছির উদ্দিন কাসেমী প্রমুখ। অনুষ্ঠানে কেসিসির বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা উপস্থিত ছিলেন।