মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেরপুরে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত : ১২:১৫ এএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার

শেরপুরে-দুই-শিক্ষার্থীর-আত্মহত্যা

শেরপুরে-দুই-শিক্ষার্থীর-আত্মহত্যা

শেরপুরে পৃথক ঘটনায় দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। একজন নকলা উপজেলার চরমধুয়া গ্রামের সাবেক ইউপি মেম্বার সোহেল রানার ছেলে বায়েজিদ রানা অরফে তামিম (১৬)। তামিম এসএসসি পরীক্ষার্থী ছিল। 

আর অপরজন শেরপুর পৌর এলাকার চকপাঠক বৌবাজার এলাকার মেহেদি হাসান প্রিন্সের ছেলে ওসমান গনি (৮)। ওসমান মাদরাসা ছাত্র।

শনিবার মধ্যরাতের দিকে নকলা উপজেলার চরমধুয়া গ্রামে রানা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। পুলিশ বলছে, প্রেমঘটিত বিষয় নিয়েই রানার এই আত্মহত্যা। আর শনিবার বিকেলে ওসমান গনির ঝুলন্ত লাশ মিলে চকপাঠকস্থ নিজ বাসায়। তবে ওসমান গনির আত্মহত্যার বিষয়টি সন্দেহজনক বলে এলাকাবাসী দাবি করেছেন।

ওসমানের মা ও মামাদের দাবি, ওসমানকে পরিকল্পিতভাবে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনার জন্য দায়ী করা হয় ওসমানের বাবা প্রিন্স, সৎ মাকে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। 

সদর থানার ওসি বছির আহম্মেদ বাদল বলেন, ময়নাদন্তের রিপোর্ট আসলে অনেক কিছু পরিস্কার হবে। তদন্ত চলছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।