যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ব্যবহার হবে বুলেটপ্রুফ গ্লাস
প্রকাশিত : ০৮:৫০ পিএম, ৯ অক্টোবর ২০২২ রোববার
যুক্তরাষ্ট্রের-মধ্যবর্তী-নির্বাচনে-ব্যবহার-হবে-বুলেটপ্রুফ-গ্লাস
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যখন জেফারসন বিভাগ, কলোরাডোর ভোটাররা মধ্যবর্তী নির্বাচনের ভোট দেবেন তখন ব্যস্ত ভোটকেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা দেখতে পাবেন।
ফ্লাগস্টাফ, আরিজনার নির্বাচন অফিসে ভোটাররা বুলেটপ্রুফ গ্লাসের মুখোমুখি হবেন। একটি বুজার চাপ দিয়েই অফিসে ঢুকে ভোট দেবেন।
এদিকে, ভোট গণনাকেন্দ্রকে অতি শক্তিশালী ফাইবার কেবলার দিয়ে ওয়াল তৈরি করা হয়েছে। এর ভেতরেই তালাহাসি, ফ্লোরিডার নির্বাচন কর্মীরা ভোটের ব্যাটল গণনা করবেন।
২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের পর অনেকের উদ্বেগ এবং চক্রান্তকারীদের ধারাবাহিক হুমকির কারণে যুক্তরাষ্ট্রের নির্বাচন অফিসগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে।