সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিকিম-শিলিগুড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, ভোগান্তিতে পর্যটকরা

প্রকাশিত : ০৭:৫০ পিএম, ৯ অক্টোবর ২০২২ রোববার

সিকিম-শিলিগুড়ির-সড়ক-যোগাযোগ-বিচ্ছিন্ন-ভোগান্তিতে-পর্যটকরা

সিকিম-শিলিগুড়ির-সড়ক-যোগাযোগ-বিচ্ছিন্ন-ভোগান্তিতে-পর্যটকরা

ভারী বৃষ্টিতে ভূমিধসের কারণে সিকিম ও পশ্চিমবঙ্গের শিলিগুড়ির মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এতে সড়কের বিভিন্ন অংশে যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে রয়েছেন পর্যটকরা।

জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাতে দ্য ইকোনমিক টাইমস জানায়, পশ্চিম সিকিমের রাংপো ও সিংতামের মধ্যবর্তী এলাকায় ন্যাশনাল হাইওয়ের ওপর দুটি পৃথক স্থানে বিশাল আকারের পাথর পড়েছে। এজন্য পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। 

ঐ কর্মকর্তা জানান, সিংতাম থেকে গ্যাংটক যাওয়ার পথ বন্ধ রয়েছে। সড়ক পরিষ্কার ও যানজট সরিয়ে তা চালু করতে পুরোদিন লেগে যাবে। 

তিনি আরো জানান, শিলিগুড়িগামী পর্যটকদের সেন্ট্রাল পেন্দম অথবা পাকিয়ংয়ের পথ ধরে যেতে বলা হয়েছে।