মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জামালপুরে বিএনপির প্রস্তুতি সভায় মারমুখী অবস্থা 

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ৯ অক্টোবর ২০২২ রোববার

জামালপুরে-বিএনপির-প্রস্তুতি-সভায়-মারমুখী-অবস্থা 

জামালপুরে-বিএনপির-প্রস্তুতি-সভায়-মারমুখী-অবস্থা 

জামালপুর জেলা বিএনপির প্রস্তুতি সভায় সংগঠনের কমিটি নিয়ে কথা বলায় কেন্দ্রীয় নেতাদের সামনে হট্টগোলসহ মারমুখী অবস্থার সৃষ্টি করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন সমর্থকরা। এ পরিস্থিতিতে বক্তব্যদাতা সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক বেকায়দায় পড়লে অন্য নেতারা ঘটনা সামলে নেয়।

অপরদিকে জেলা বিএনপিন সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব বলেন, সমাবেশে কেন্দ্রীয় নেতারা ৩ মিনিট বক্তব্য দেওয়ার কথা বলে দিলেও অতিরিক্ত সময় ও অপ্রাসঙ্গিক বক্তব্য প্রদানের ফলে কিছু সংখ্যক নেতাকর্মী হই হই করে উঠে। 

জানা যায়, আগামী ১৫ অক্টোবর শনিবার  ময়মনসিংহ বিভাগীয় বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ৮ অক্টোবর শনিবার জামালপুর জেলা বিএনপির আয়োজনে শহরের সিটি মেডিকেল হলের ৩য় তলায় প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

সভায় সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমকে দলের কাজ করাসহ যুবদল, ছাত্রদল, কৃষক দল ও অঙ্গ সংগঠনের কমিটি না থাকার বিষয়ে কথা বললে অ্যাডভোকেট মামুনের সমর্থকরা চেয়ার নিয়ে  সভাস্থলে হট্টগোল শুরু করে। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান বিপ্লব নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানালে তার উপরেও ক্ষিপ্ত হয়ে নানা ধরনের গালমন্দ করে। 

প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য মশিউর রহমান।

প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম।

এছাড়া অনুষ্ঠানে জামালপুর জেলা, উপজেলা ও পৌর বিএনপির সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।