ভারতের হিমালয়ে তুষার ধসে মৃত বেড়ে ২৭
প্রকাশিত : ০৫:৫০ পিএম, ৯ অক্টোবর ২০২২ রোববার
ভারতের-হিমালয়ে-তুষার-ধসে-মৃত-বেড়ে-২৭
দ্য নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেইনারিং (এনআইএম) এ তথ্য জানিয়েছে।
এনআইএম জানায়, এখন পর্যন্ত ২৭ জন শিক্ষানবিশ পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে দুইজন এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধারকৃতদের মধ্যে রোববার ১০ জনসহ ২১ জনের মরদেহ উত্তরখণ্ডে আনা হয়েছে। মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, শুক্রবার চারজন, শনিবার সাতজন, রোববার ১০ জন শিক্ষানবিশ পর্বতারোহীর মরদেহ উত্তরখণ্ডে পৌঁছাল। উত্তরখণ্ডে আনা ২১ জনের মরদেহের পরিচয়ও শনাক্ত করা হয়েছে।
এনআইএম জানায়, অ্যাডভান্স প্রশিক্ষণের অংশ হিসেবে দুই প্রশিক্ষকের নেতৃত্বে গত ৪ অক্টোবর ১৭ হাজার উচ্চতার দ্রোপদি কা ডান্ডা-দ্বিতীয় পর্বতের চূড়ায় পৌঁছান ২৭ জন শিক্ষানবিশ পর্বতারোহী। সেখান থেকে নামার সময় তুষারের আঘাতে দুর্ঘটনার কবলে পড়েন তারা।