সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছিটকে গেলেন ইয়াং, সুযোগ পেলেন হিউম

প্রকাশিত : ০৫:৩০ পিএম, ৯ অক্টোবর ২০২২ রোববার

ছিটকে-গেলেন-ইয়াং-সুযোগ-পেলেন-হিউম

ছিটকে-গেলেন-ইয়াং-সুযোগ-পেলেন-হিউম

ইনজুরির কারণে আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আয়ারল্যান্ডের পেসার ক্রেইগ ইয়াং।

৫৩টি টি-২০ খেলা ইয়াংয়ের জায়গায় বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন আরেক পেসার গ্রাহাম হিউম। দেশের হয়ে মাত্র ১টি করে ওয়ানডে ও টি-২০ খেলেছেন তিনি। এ বছরই অভিষেক হওয়া হিউম এখনো আন্তর্জাতিক অঙ্গনে উইকেট শিকারের স্বাদ নিতে পারেননি।

টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে খেলতে হবে আয়ারল্যান্ডকে। ‘এ’ গ্রুপে আয়ারল্যান্ডের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড। ১৭ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে হোবার্টে জিম্বাবুয়ের মুখোমুখি হবে আইরিশরা।

বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। ১১ অক্টোবর নামিবিয়া ও ১৩ অক্টোবর শ্রীলংকার বিপক্ষে খেলবে তারা।

টি-২০ বিশ্বকাপে আয়ারল্যান্ড দল: অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং (সহ-অধিনায়ক), লরকান টাকার (উইকেটরক্ষক), মার্ক এডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, ফিওন হ্যান্ড, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, কনর ওলফার্ট, সিমি সিং, হ্যারি টেকটর এবং গ্রাহাম হিউম।