মেসিকে নকল করে কোচের তোপে দিয়াজ
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ৯ অক্টোবর ২০২২ রোববার
মেসিকে-নকল-করে-কোচের-তোপে-দিয়াজ
২০১৭ সালে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করে জার্সি খুলে মেলে ধরে নতুন এক উদযাপনে সবাইকে চমকে দিয়েছিলেন লিওনেল মেসি। সেই থেকে মেসির এই উদযাপন বিখ্যাত হয়ে ওঠে। এদিন মেসির সেই আইকনিক উদযাপন তুরিনে ফিরিয়ে এনেছিলেন এসি মিলানের এ তারকা।
ঘটনাটা ঘটে ইতালিয়ান সিরি-আ তে। শনিবার দিবাগত রাতে জুভেন্টাসকে ২-০ গোলের ব্যবধানে হারায় এসি মিলান। এই ম্যাচে ৫৪ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন এসি মিলানের স্প্যানিশ মিডফিল্ডার। এরপর জার্সি খুলে উদযাপনে মাতেন দিয়াজ।
এমন উদযাপনের জন্য অবশ্য হলুদ কার্ড দেখতে হয়েছে স্প্যানিশ তারকাকে। সেই সাথে বোনাস হিসেবে শুনতে হয়েছে কোচের বকাও। ক্যামেরার সামনেই কোচ স্তেফানো পিওলির বকাঝকা করেন দিয়াজকে। তবে সবকিছুই হাসিমুখে হজম করেছেন তিনি।
মেসির ওই উদযাপনের পর দিয়াজেরও শখ হয়েছিল গোল করলে এমন উদযাপন করবেন। ম্যাচশেষে নিজের ইচ্ছা পূরণের কথা খোলাসা করে দিয়াজ বলেছেন, আমি যখন ছোট ছিলাম, এভাবে গোল উদ্যাপন করার স্বপ্ন দেখেছি। আজ (গতকাল) এটা করতে পেরেছি।
তবে দলের স্বার্থে আর এমন উদযাপন করবেন না বলেও জানিয়েছেন দিয়াজ। ‘এমন উদ্যাপনের কারণে আমাকে একটি হলুদ কার্ড দেখতে হয়েছে। এটা পরিষ্কার যে আমি এমন উদ্যাপন আর করব না। (কোচের বকাঝকার ভিডিও দেখে) আমি ভয়ও পেয়েছি’।
একই সঙ্গে দিয়াজকে প্রশ্ন করা হয়েছিল যে, লিওনেল মেসির থেকে অনুপ্রাণিত হয়ে এমন উদযাপন করেছেন কিনা। জবাবে মেসির শ্রেষ্ঠত্ব সবার উপরেই রাখলেন এই তরুণ। তিনি বলেন্, না না...সেটার সঙ্গে এটার তুলনা হয় না। এটা অসম্ভব। তিনি অন্য মানের।
শিষ্যকে বকা দিলেও অবশ্য এমন গোল উদযাপনের প্রশংসাও করেছেন মিলান কোচ পিওলি। তিনি বলেন, ব্রাহিম অসাধারণ। সে সব সময় খেলতে চায়। আমি যতগুলো সুযোগ তাকে দিয়েছি, সবকটিরই সদ্ব্যবহার করেছে। সে আজ যে আনন্দ করেছে, এটা তার প্রাপ্য।