ওত পেতে ছিলেন স্কুলের সামনে, কাছে যেতেই...
প্রকাশিত : ০৫:১৫ পিএম, ৯ অক্টোবর ২০২২ রোববার
ওত-পেতে-ছিলেন-স্কুলের-সামনে-কাছে-যেতেই
রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে, শনিবার রাতে উপজেলার পুমরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- একই উপজেলার উত্তর পুমরা এলাকার আনোয়ার মিয়া তালুকদারের ছেলে এরফান হোসেন তালুকদার, উত্তর ফোয়রা এলাকার বদরুস মেহের তালুকদারের ছেলে মো. ওসমান গণি ও চট্টগ্রাম নগরের চকবাজার থানার পশ্চিম বাকলিয়া এলাকার আবু আহম্মেদের ছেলে তারেক সুলতান।
র্যাব জানায়, ভুক্তভোগী কিশোরী নগরের পাথরঘাটা এলাকার একটি স্কুলে নবম শ্রেণিতে পড়েন। ২৫ আগস্ট সকাল ৯টার দিকে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে আর বাসায় ফেরেননি তিনি। দিনভর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে নগরের কোতোয়ালি থানায় জিডি করে পরিবার।
এছাড়া খোঁজাখুঁজির একপর্যায়ে কিশোরীর মা জানতে পারেন- ঘটনার দিন সকাল ১০টার দিকে স্কুলের কাছাকাছি পৌঁছালে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যান এরফান হোসেন তালুকদারসহ কয়েকজন। এরপরই এরফান হোসেন তালুকদারসহ অজ্ঞাত আরো ২-৩ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন তিনি।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, মামলার পর ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে নজরদারি শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে রাঙ্গুনিয়া উপজেলার পুমরা এলাকা থেকে কিশোরীকে উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
২৫ আগস্ট সকালে স্কুলের সামনে থেকে ওই কিশোরীকে অপহরণের পর গ্রেফতার এড়াতে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আত্মগোপন করছিলেন তারা। সর্বশেষ শনিবার অন্য কোনো স্থানের উদ্দেশ্যে রওনা করার পরিকল্পনা ছিল তাদের। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।