শক্তিশালী রূপে ধেয়ে এলো হারিকেন ‘জুলিয়া’
প্রকাশিত : ০৪:৫০ পিএম, ৯ অক্টোবর ২০২২ রোববার
শক্তিশালী-রূপে-ধেয়ে-এলো-হারিকেন-জুলিয়া
মার্কিন যুক্তরাষ্ট্র্রের জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) থেকে এ তথ্য জানানো হয়েছে।
এনএইচসি জানায়, রোববার সকালে নিকারাগুয়ার লাগুনা ডে পারলাসের কাছে ঝড়টি আঘাত হেনেছে। ৫টায় আগে নিকারাগুয়ার রাজধানী ব্লুফ্লিডস থেকৈ উত্তর-উত্তরপশ্চিমে ৩০ মাইল দূরে ছিল হারিকেনটি।
এনএইচসি আরো জানায়, নিকারাগুয়া অতিক্রমের সময় হারিকেনটি দুর্বল হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাতে পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে সেটি যাবে। এটি হন্ডুরাসের দিকে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার ও সোমবার রাতে হন্ডুরাস, ইএল স্যালভাডোর এবং গোয়াতেমালার উপকূলজুড়ে সেটি অতিক্রম করবে।
সেন্টারটি বলছে, আগামী সপ্তাহের শুরুতে দক্ষিণ মেক্সিকো এবং সেন্ট্রাল আমেরিকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে বন্যা ও ভূমিধসে জীবননাশের শঙ্কা রয়েছে।
সূত্র- রয়টার্স।