সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অধিনায়কত্বে মুশফিককে টপকে গেলেন সাকিব

প্রকাশিত : ০৩:৩০ পিএম, ৯ অক্টোবর ২০২২ রোববার

অধিনায়কত্বে-মুশফিককে-টপকে-গেলেন-সাকিব

অধিনায়কত্বে-মুশফিককে-টপকে-গেলেন-সাকিব

টি-২০ তে সবচেয়ে বেশি ম্যাচে বাংলাদেশ দলের নেতৃত্ব দেয়ায় মুশফিকুর রহিমকে টপকে গেলেন সাকিব আল হাসান।

আজ শনিবার ত্রিদেশীয় টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টস করতে নেমেই বাংলাদেশের সাবেক টি-২০ ক্রিকেটার ও অধিনায়ক মুশফিকুরকে ছাড়িয়ে যান বর্তমান দলনেতা সাকিব।

টি-২০তে আজ ২৪তম ম্যাচে অধিনায়কত্ব করছেন সাকিব। আর ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত টি-২০তে বাংলাদেশকে ২৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন মুশফিক। 

তাই মুশফিককে টপকে টি-২০তে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে এখন তৃতীয়স্থানে সাকিব।

টি-২০তে অধিনায়ক হিসেবে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ড মাহমুদউল্লাহ রিয়াদের দখলে। ৪৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। এছাড়া অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও মাহমুদউল্লাহর দখলে। ১৬টি ম্যাচে দলকে জয় এনে দেন তিনি। তার অধীনে ২৬টি হার ও ১টি ম্যাচও পরিত্যক্ত হয়।

নেতৃতের ক্ষেত্রে দ্বিতীয়স্থানে আছেন মাশরাফী বিন মোর্ত্তজা। ম্যাশের অধীনে ২৮ ম্যাচ খেলেছে বাংলাদেশ। তার নেতৃত্বে ১০টিতে জয়, ১৭টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।