পূর্ব জেরুজালেমে বন্দুক হামলায় ইসরায়েলি সেনা নিহত
প্রকাশিত : ০২:৫০ পিএম, ৯ অক্টোবর ২০২২ রোববার
পূর্ব-জেরুজালেমে-বন্দুক-হামলায়-ইসরায়েলি-সেনা-নিহত
রোববার সকালে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, শোফাত শরণার্থী ক্যাম্পে বন্দুক হামলা চালিয়ে দুই ইসরায়েলি সেনাদের গুরুতর আহত করায় হামলাকারীকে খোঁজার ঘোষণা দেন পুলিশের এক মুখপাত্র।
রেড ক্রসের মতোই ইসরায়েলের জরুরি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মেগান ডেভিড আদম (এমএডিএ) জানায়, হামলার সময় তৃতীয় একজন ব্যক্তি আহত হয়েছেন। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তিনি বোমার একটি অংশের আঘাতে আহত হন।
রোববার সকালে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, একটি বন্দুক হামলায় তল্লাশিকেন্দ্রে থাকা সেনা আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় ঐ সৈন্য মারা যান।
ইসলায়েলের দখল করা পূর্ব জেরুজালেমের আক্রমণের পর তল্লাশিকেন্দ্রের পথের পাথর রক্তে রঞ্চিত রয়েছে, যেটিতে পুলিশ লাল টেপ লাগিয়েছে। এরইমধ্যে শোফাত শরণার্থী ক্যাম্পের পাশে ও ভেতরে কয়েক ডজন কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। হামলাকারীকে ধরতে হেলিকপ্টার ও বিশেষ বাহিনী কাজ করছে।
এদিকে, শোফাত শরণার্থী ক্যাম্পে প্রবেশ নিষেধ করা হয়েছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি। অন্যদিকে এ ঘটনাকে ভয়াবহ হামলা বলে অভিহিত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। এক বিবৃতিতে ইয়ার লাপিদ বলেন, সন্ধ্যায় আহতদের পরিবারের মতোই আমার মন বেদনাহত। সন্ত্রাসীরা আমাদের পরাজিত করতে পারবে না। আমরা আগের সময়ের থেকে শক্তিশালী।
১৯৬৭ সালে ছয়দিনের যুদ্ধের পর পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। পরবর্তীতে সেই এলাকা অন্তর্ভুক্ত করে দেশটি। তবে সেই দখলকে আন্তর্জাতিকভাবে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি।