সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

এক কুমড়ার ওজন ১১৫৮ কেজি

প্রকাশিত : ০২:৫০ পিএম, ৯ অক্টোবর ২০২২ রোববার

এক-কুমড়ার-ওজন-১১৫৮-কেজি

এক-কুমড়ার-ওজন-১১৫৮-কেজি

দৈত্যাকার এক কুমড়া চাষ করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কৃষক স্কট অ্যান্ড্রেস। তার কুমড়ার ওজন এক হাজার ১৫৮ কেজি। দৈত্যাকার এ কুমড়া দিয়ে সেই কৃষক গড়েছেন রেকর্ডও।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘দ্য গ্রেট পামকিন ফার্ম’ নামে প্রতিযোগিতায় সেরার পুরস্কার পেয়েছেন স্কট।

অল্পের জন্য বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ হাত ছাড়া হয় স্কট অ্যান্ড্রেসের। তার এ কুমড়ার ওজন এক হাজার ১৫৮ কেজি। আর ইতালির এক কৃষক এক হাজার ২২৫ কেজি ওজনের কুমড়া চাষ করে বিশ্ব রেকর্ড অর্জন করেছেন।

স্কট জানান, বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্য ছিল তার। এতে তিনি দিন-রাত পরিশ্রম করে কুমড়ার দেখাশোনা করেছিলেন। 

এদিকে, দৈত্যাকার কুড়ার ক্যাটাগরিতে বিশ্ব রেকর্ড না করতে পারলেও উত্তর আমেরিকায় সবচেয়ে বেশি ওজনের কুমড়ার রেকর্ড স্কটের দখলে রয়েছে। এজন্য তিনি সন্তোষ প্রকাশ করেছেন।