সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশের মামুলি সংগ্রহ

প্রকাশিত : ০২:৩০ পিএম, ৯ অক্টোবর ২০২২ রোববার

ব্যাটারদের-ব্যর্থতায়-বাংলাদেশের-মামুলি-সংগ্রহ

ব্যাটারদের-ব্যর্থতায়-বাংলাদেশের-মামুলি-সংগ্রহ

নিউজিল্যান্ডে চলমান ত্রিদেশীয় টি-২০ সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতার দিনে মামুলি সংগ্রহ পেয়েছে টাইগাররা।

শনিবার ক্রাইস্টচার্চে টস হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৩৭ রান তুলতে সমর্থ হয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন টাইগারবাহিনী।

এ ম্যাচে টাইগার একাদশে সাব্বির রহমান, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমানের জায়গায় ফিরেছেন সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম। 

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। টিম সাউদির করা ওভারের দ্বিতীয় বলেই ক্যাচ তুলে দিয়ে মিরাজ বেঁচে চান। তবে একই ওভারে অ্যাডাম মিলনের তালুবন্দী হয়ে ফেরেন তিনি। এর আগে করেন ৫ রান।

মিরাজ ফেরার পর শান্ত ও লিটন দাস মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। দ্বিতীয় উইকেট জুটিতে দুজনে যোগ করেন ৪১ রান। তবে অল্প সময়ের ব্যবধানে দুজনেই আউট হন। ব্রেসওয়েলের বলে তার হাতেই ক্যাচ তুলে দেন ১৫ রান করা লিটন।

পরের ওভারে লং অফে চাপম্যানের তালুবন্দী হন শান্ত। তিনি খেলেন ৩৩ রানের ইনিংস। শান্তকে আউট করে শততম আন্তর্জাতিক টি-২০ উইকেটের স্বাদ পান ইশ সোধি। পঞ্চম বোলার হিসেবে এই কীর্তি গড়েন তিনি।

সোধি নিজের দ্বিতীয় ওভারে আফিফ হোসেনের উইকেট পাওয়ার সুযোগ পেলেও ক্যাচ মিস করেন অ্যাডাম মিলনে। পরের বলে অবশ্য মোসাদ্দেক হোসেন সৈকতকে ২ রানে আউট করেন তিনি। 

আগের ম্যাচের সর্বোচ্চ স্কোরার ইয়াসির আলী এদিন ৭ রানের বেশি করতে পারেননি। বোল্টের বলে বোল্ড হওয়ার আগে দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ২৪ রান করেন আফিফ হোসেন। সাত নম্বরে নামা সাকিব ১৬ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন।

শেষদিকে নুরুল হাসান সোহানের অপরাজিত ২৫ রানের ক্যামিওতে লড়াই করার মতো সংগ্রহ পায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের হয়ে বোল্ট, সাউদি, ব্রেসওয়েল ও সোধি প্রত্যেকেই দুটি করে উইকেট শিকার করেন।