পাওয়ার প্লে ভালোই কাটলো বাংলাদেশের
প্রকাশিত : ০১:৩০ পিএম, ৯ অক্টোবর ২০২২ রোববার
পাওয়ার-প্লে-ভালোই-কাটলো-বাংলাদেশের
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে এক উইকেটে ৪১ রান।
ক্রাইস্টচার্চে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। সিরিজে টিকে থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। এমন ম্যাচে বাংলাদেশ দলে এসেছে বেশ কিছু পরিবর্তন।
এ ম্যাচে সাকিব আল হাসান যে ফিরবেন, তা অনুমিতই ছিল। তবে বড় প্রশ্ন ছিল সাব্বির রহমান ও মুস্তাফিজুর রহমান একাদশে থাকবেন কি না। টসের সময় সাকিব জানিয়েছেন, উপরোক্ত দুজনকেই বাদ দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
এছাড়া আগের ম্যাচে ভালো বোলিং করলেও বাদ পড়েছেন নাসুম আহমেদ। সাকিব ছাড়াও দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম।
বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। টিম সাউদির করা ওভারের দ্বিতীয় বলেই ক্যাচ তুলে দিয়ে বেঁচে চান মিরাজ। তবে একই ওভারে অ্যাডাম মিলনের তালুবন্দী হয়ে ফেরেন তিনি। এর আগে করেন ৫ রান।
মিরাজ ফেরার পর শান্ত ও লিটন দাস মিলে আর কোনো ক্ষতি হতে দেননি। দুজনের ব্যাটে পাল্টা আক্রমণে বাংলাদেশ। শান্ত ২৬ ও লিটন ৯ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, আফিফ হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।