মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আপন বড় ভাইয়ের কিল-ঘুষিতে প্রাণ গেল হেলালের

প্রকাশিত : ০১:১৫ পিএম, ৯ অক্টোবর ২০২২ রোববার

আপন-বড়-ভাইয়ের-কিল-ঘুষিতে-প্রাণ-গেল-হেলালের

আপন-বড়-ভাইয়ের-কিল-ঘুষিতে-প্রাণ-গেল-হেলালের

বগুড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের মারধরে (কিল-ঘুষি) ছোট ভাই নিহত হয়েছেন। এ ঘটনা অভিযুক্ত বড় ভাই ৬৫ বছরের আব্দুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুর পর্যন্ত আব্দুর রহমানকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এর আগে, শনিবার দুপুরে ওই উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গনকপাড়া গ্রামে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এরপরই অভিযান চালিয়ে আব্দুর রহমানকে একই গ্রাম থেকে আটক করে পুলিশ। পরে শনিবার দিবাগত রাতে মামলার পর তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান শিবগঞ্জ থানার ওসি মনজুরুল আলম।

নিহতের নাম হেলাল উদ্দিন। ৫০ বছরের হেলাল ওই উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গনকপাড়া গ্রামের মৃত গণি কবিরাজের ছেলে। গ্রেফতার হওয়া আব্দুর রহমান নিহত হেলালের আপন ভাই। তারা একই গ্রামের বাসিন্দা।

এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী শ্যামলী খাতুন বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন। মামলায় আব্দুর রহমানসহ চারজনকে আসামি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহমান ও তার ভাই হেলালের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার দুপুরে এ দুজন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে আব্দুর রহমান ক্ষিপ্ত হয়ে হেলালকে মারধর (কিল-ঘুষি) করা শুরু করেন। এ সময় হেলালকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন আব্দুর রহমান। মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই হেলালের মৃত্যু হয়।

ওসি মনজুরুল আলম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে। গ্রেফতার আব্দুর রহমানকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। একইসঙ্গে অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।