সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশে আসবেন ক্রিস্টিয়ানো রোনালদো

প্রকাশিত : ১২:৩০ পিএম, ৯ অক্টোবর ২০২২ রোববার

বাংলাদেশে-আসবেন-ক্রিস্টিয়ানো-রোনালদো

বাংলাদেশে-আসবেন-ক্রিস্টিয়ানো-রোনালদো

বর্তমান সময়ের সেরা এক ফুটবলারের নাম ক্রিস্টিয়ানো রোনালদো। বাংলাদেশের তার ভক্ত হয়তো কোটি ছাড়েবে। বাংলাদেশে দুইজনের ভক্তই দেখা যায় রোনালদো আর মেসির। সেই মেসি ঘুরে গেছেন বাংলাদেশে। এবার কি রোনালদোকেও কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন তার ভক্তরা। তেমনটাই শোনা যাচ্ছে। সুযোগ পেলে বাংলাদেশে আসতে চান রোনালদো।

ইসমাইল হোসেন রায়হান একজন সেফ। তার মাধ্যমে বাংলাদেশে অবস্থানরত সিআরসেভেন ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন রোনালদো। বলেছেন, সুযোগ পেলে অবশ্যই আসতে চান লাল-সবুজের দেশে।

সম্প্রতি রোনালদো এসেছিলেন লিসবনে। সেখানে বন্ধু আর পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন বিখ্যাত রেস্তোরাঁ স্তুপেন্দে বিচে। সেখানেই রেকর্ডের এই বরপুত্রের সঙ্গে সাক্ষাৎ বাংলাদেশি তরুণ ইসমাইল হোসেন রায়হানের। 

যিনি এই চেইন রেস্তোরাঁর অন্যতম প্রধান শেফ। সেদিন রনের সব কর্মকাণ্ড মুগ্ধ নয়নে উপভোগ করেছেন ইসমাইল।

ইসমাইল-ক্রিস্টিয়ানো ছোট্ট আলাপনেও বাংলাদেশ নামটি এসেছে ঘুরেফিরেই। এ দেশে তার কোটি ভক্তকে জন্য জানিয়েছেন বিশেষ ধন্যবাদ। বললেন, বাংলাদেশকে ভালোবাসেন তিনি, সুযোগ পেলে আসতে চান এখানে।

রোনালদোর ভক্ত ইসমাইল হোসেন রায়হান বলেছেন, যখন প্রথমে দেখা হলো, আমরা হ্যান্ডশেক করলাম। তারপর সে (রোনালদো) আমাকে জিজ্ঞেস করল আমার দেশ কোথায়। এর আগেই রিকার্ডো (কোয়ারেসমা) তাকে আমার সম্পর্কে বলেছে। পাশাপাশি আমি বললাম বাংলাদেশের তোমার অনেক ভক্ত আছে। রোনালদো বলেছেন, তিনি বাংলাদেশকে চেনেন এবং বাংলাদেশের মানুষকে তিনি ভালোবাসেন। আর রোনালদোর এজেন্ট বলেছেন, যদি বাংলাদেশ থেকে কোনো স্পন্সর রোনালদোর সঙ্গে যোগাযোগ করেন, তাহলে আমি তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম বের করে দেব।

জিনেদিন জিদান, লিওনেল মেসিসহ লাল-সবুজের এই দেশে ঘুরে গেছেন বিশ্বফুটবলের অনেক তারকা-মহাতারকা। এবার অপেক্ষাটা ক্রিস্টিয়ানোর জন্য।