সাব্বির-মুস্তাফিজ বাদ, একাদশে ফিরেছেন সাকিব-শান্ত
প্রকাশিত : ১২:৩০ পিএম, ৯ অক্টোবর ২০২২ রোববার
সাব্বির-মুস্তাফিজ-বাদ-একাদশে-ফিরেছেন-সাকিব-শান্ত
ক্রাইস্টচার্চে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
এ ম্যাচে সাকিব আল হাসান যে ফিরবেন, তা অনুমিতই ছিল। তবে বড় প্রশ্ন ছিল সাব্বির রহমান ও মুস্তাফিজুর রহমান একাদশে থাকবেন কি না। টসের সময় সাকিব জানিয়েছেন, উপরোক্ত দুজনকেই বাদ দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
এছাড়া আগের ম্যাচে ভালো বোলিং করলেও বাদ পড়েছেন নাসুম আহমেদ। সাকিব ছাড়াও দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম।
পাকিস্তানের কাছে ২১ রানের হার দিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। বাবর-রিজওয়ানদের ১৬৭ রানের বিপরীতে টাইগাররা থামে ১৪৬ রানে। পরের ম্যাচে অবশ্য নিউজিল্যান্ডও পাকিস্তানের কাছে হারের স্বাদ পেয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ইতিহাস ও রেকর্ড মোটেও ভালো নয়। পরিসংখ্যান বলছে, এই ফরম্যাটে ব্লাক-ক্যাপসদের বিপক্ষে ১৫টি ম্যাচে মুখোমুখি হয়ে মাত্র তিনটিতে জিতেছে বাংলাদেশ। আর নিউজিল্যান্ডের মাটিতে সাতটি টি-২০র সবক’টিতেই হেরেছে টাইগাররা।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, আফিফ হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।