সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দক্ষিণী সিনেমার পোস্টার কপি, ব্যাপক সমালোচনায় মুনমুন

প্রকাশিত : ১২:২০ পিএম, ৯ অক্টোবর ২০২২ রোববার

দক্ষিণী-সিনেমার-পোস্টার-কপি-ব্যাপক-সমালোচনায়-মুনমুন

দক্ষিণী-সিনেমার-পোস্টার-কপি-ব্যাপক-সমালোচনায়-মুনমুন

মিজানুর রহমান পরিচালিত ‘রাগী’ সিনেমার পোস্টারের সঙ্গে দক্ষিণ ভারতীয় পরিচালক প্রশান্ত ভার্মার হনুমান সিনেমার পোস্টারের হুবহু মিল পাওয়া গেছে। এ নিয়ে নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

রাগী সিনেমার মাধ্যমে খলচরিত্রে পর্দার সামনে আসতে যাচ্ছেন একসময়ের আলোচিত নায়িকা মুনমুন। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির পোস্টার। আর এই পোস্টার নিয়েই চলছে সমালোচনা। হনুমান সিনেমার নায়িকা বারালক্ষ্মী সরথকুমারের মুখাবয়ব ও হাতে ডাবের ছড়ি ছাড়া বাকি সব হুবহু মিল রয়েছে ‘রাগী’ সিনেমার পোস্টারের সঙ্গে। এমনকি, হাতের বালা, গলার মালা, খোঁপার ফুল, পেছনের পাহাড় ও ডানপাশে পড়ে থাকা ব্যক্তিসহ সবকিছুর মিল রয়েছে। এটিকে ফটোশপের মাধ্যমে এডিট করে ‘গলাকাটা’ পোস্টার বলে অনেকে মন্তব্য করেছে।

এই পোস্টারটি সম্পর্কে মুনমুন জানিয়েছেন, সমালোচনা না হলে আলোচনায় আসা যায় না। আগে সিনেমাটি দেখুন, তারপর সমালোচনা করুন। তবে পরিচালক মিজানুর রহমান জানিয়েছেন, পোস্টারের জন্য মুনমুনের ফটোশুট করা হয়েছে। ডিজাইনারকে পোস্টার সম্পর্কে পাথমিক ধারণা দেওয়া হয়েছে। সে তার মতো করে করেছে। ওটা হয়তো সে দেখেছে কিংবা কিছু একটা করেছে। তবে মাথাকাটা হয়নি।

সবকিছু ঠিক থাকলে ১৪ অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রাগী’। রাগী সিনেমায় নায়ক-নায়িকা চরিত্রে আছেন আবির চৌধুরী, আঁচল আঁখি ও মৌমিতা মৌ। জাকেরা খাতুন জয়া প্রযোজিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা, মারুফ, সনি রহমান, কাজী হায়াৎ প্রমুখ।