সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেক্সিকোতে দুই সপ্তাহে তিনবার গণবিষক্রিয়ায় শিক্ষার্থীরা

প্রকাশিত : ১১:৫০ এএম, ৯ অক্টোবর ২০২২ রোববার

মেক্সিকোতে-দুই-সপ্তাহে-তিনবার-গণবিষক্রিয়ায়-শিক্ষার্থীরা

মেক্সিকোতে-দুই-সপ্তাহে-তিনবার-গণবিষক্রিয়ায়-শিক্ষার্থীরা

মেক্সিকোর প্রত্যন্ত এলাকায় বিষক্রিয়ায় অন্তত ৫৭ স্কুলশিক্ষার্থী আক্রান্ত হয়েছে। এর মধ্যে ‘গুরুতর’ অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যের একটি সেকেন্ডারি স্কুলে এ ঘটনা ঘটেছে। গত দুই সপ্তাহে এ নিয়ে তিনবার একই রাজ্যে স্কুলশিক্ষার্থীরা গণবিষক্রিয়ায় আক্রান্ত হলো। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

মেক্সিকান সোশ্যাল সিকিউরিটি ইনস্টিটিউট জানায়, শুক্রবার বোচিল এলাকার একটি গ্রাম থেকে বিষক্রিয়ার লক্ষণ নিয়ে একটি স্থানীয় হাসপাতালে পৌঁছায় ৫৭ জন কিশোর-কিশোরী শিক্ষার্থী। একজনের অবস্থা ‘গুরুতর’ থাকায় তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনার পেছনের কারণ এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। 

এদিকে, অভিভাবকের বরাতে স্থানীয় কিছু সংবাদমাধ্যম দাবি করছে, দূষিত পানি বা খাবারের সংস্পর্শে আসায় বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে  শিক্ষার্থীরা।

বোচিল এলাকার নেতারা এক বিবৃতিতে বলেন, গণবিষক্রিয়ার ঘটনায় আমরা ক্ষুব্ধ। এরই মধ্যে এসব ঘটনা তদন্তে রাষ্ট্রীয় সহযোগিতা করা হবে। 

স্থানীয় সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত খবরের দাবি, বিষক্রিয়ায় আক্রান্ত শিক্ষার্থীদের শরীরে কোকেন মিলেছে। তবে শনিবার রাজ্য প্রসিকিউটরের কার্যালয়া জানিয়েছে, বিষক্রিয়া সংক্রান্ত ১৫টি পরীক্ষা করার পর কারো শরীরে অবৈধ ওষুধ বা মাদক মেলেনি।