ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদার রাশিয়ার
প্রকাশিত : ১১:৫০ এএম, ৯ অক্টোবর ২০২২ রোববার
ক্রিমিয়া-সেতুতে-বিস্ফোরণের-পর-নিরাপত্তা-জোরদার-রাশিয়ার
বিবিসির খবরে বলা হয়, রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগ করা সেতুতে নজরদারি বাড়াতে দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)-কে নির্দেশ দেন পুতিন।
২০১৪ সালে ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার পর নির্মিত রাশিয়া-ক্রিমিয়া সংযোগ সেতুটি মস্কোর জন্য গুরুত্বপূর্ণ প্রতীক।
রাশিয়ার কর্তৃপক্ষ বলছে, বিস্ফোরণের পর তদন্তে তিনজনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া শিগগিরই ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করতে কাজ শুরু হবে।
এদিকে, সেতুর ধ্বংসপ্রাপ্ত অংশগুলো নামিয়ে ফেলতে নির্দেশ দিয়েছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী। তিনি জানান, বিস্ফোরিত অংশের নিচে রোববার সকালে তদন্ত চালানো হবে।
রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সেতু নির্মাণকে ‘শতাব্দীর সেরা নির্মাণ’ বলে প্রশংসা করে রুশ সংবাদমাধ্যম। সেতুটি ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক সরঞ্জাম, গোলাবারুদ ও সেনাদের যাতায়াতে মাধ্যম ছিল। এছাড়া দক্ষিণ ইউক্রেনে রাশিয়ার সেনাদের মোতায়েন করতে ক্রিমিয়া সেতুটি রাশিয়ার কাছে বেশ গুরুত্বপূর্ণ।