সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তামিলনাড়ু সফর বাংলাদেশের টেস্ট সিরিজের প্রস্তুতির মঞ্চ

প্রকাশিত : ১১:৩০ এএম, ৯ অক্টোবর ২০২২ রোববার

তামিলনাড়ু-সফর-বাংলাদেশের-টেস্ট-সিরিজের-প্রস্তুতির-মঞ্চ

তামিলনাড়ু-সফর-বাংলাদেশের-টেস্ট-সিরিজের-প্রস্তুতির-মঞ্চ

বাংলাদেশ ‘এ’ দলের চেন্নাই সফর আগামী নভেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন টিম ম্যানেজমেন্ট। চেন্নাইয়ে তামিলনাড়ু রাজ্য দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সফরটি ক্রিকেটারদের জন্য সহায়ক হবে।

সাবেক টেস্ট অধিনায়ক মমিনুল হকসহ বেশিরভাগ টেস্ট খেলোয়াড়দের নিয়ে গঠন করা হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এ সফরে দু’টি চারদিনের ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ রোববার চেন্নাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে  বিসিবি একাদশের ছায়া হিসেবে বিবেচিত বাংলাদেশ ‘এ’ দল।  

নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, বেশিরভাগ টেস্ট খেলোয়াড়ই বাংলাদেশ ‘এ’ দলে আছে। তামিলনাড়ু রাজ্য দল খুবই শক্তিশালী। ভারত সিরিজের আগে এটা আমাদের জন্য ভালো সুযোগ। ভালো প্রতিপক্ষের বিপক্ষে খেললে হয়তো ছন্দে ফিরতে পারেন মমিনুল, সাইফ, সাদমানরা। আমি মনে করি সফরটি আমাদের জন্য খুবই উপকারী হবে।

হাবিবুলের মত একই সুর বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুনের। তিনি বলেন, যতদূর জানি, চেন্নাইর কন্ডিশন আমাদের জন্য অপেক্ষাকৃত সহজ হওয়া উচিত। বেশ কয়েকজন টেস্ট খেলোয়াড় এই দলে আছেন। আশা করছি, গত সফরের চেয়ে এখানে ভালো কিছু হবে।
মিঠুনের নেতৃত্বে গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে খারাপ করেনি বাংলাদেশ ‘এ’ দল। সাইফ, মিঠুনরা ব্যাট হাতে রান পেলেও, বোলাররা খুব বেশি ভালো করতে পারেনি।

নিয়মিতভাবে ‘এ’ দল বিদেশ সফর জাতীয় দলকে শক্তিশালী করবে বলেই বিশ্বাস মিঠুনের। কারণ এটি পাইপলাইনকে আরো বেশি শক্তিশালী করবে। তার মতে, ঘরোয়া ক্রিকেটের চেয়ে বিদেশের কন্ডিশনে খেলা অনেক ভালো।

এক বছর আগেও, জাতীয় দলের তিন ফরম্যাটের দলেই ছিলেন মিঠুন। কিন্তু পরিস্থিতি বদলে গেছে। ক্রিকেটের কোন ফরম্যাটেই জাতীয় দলে নেই তিনি।

সাম্প্রতিক সময়ে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এবং বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ভালো করেছেন এই মিডল অর্ডার ব্যাটার।

তবে এবারের ভারত সফরে নিজের সেরাটা দেয়ার আশা করছেন মিঠুন। সেই সাথে আবারও জাতীয় দলে ফেরার পথ মসৃন করতে চান তিনি।

মিঠুন বলেন, যখনই সুযোগ পাই ভালো করার চেষ্টা করি। খেলোয়াড়দের ক্যারিয়ারে পারফরমেন্সের ওঠা-নামা থাকবেই।তবে আমি বলতে পারি, সফরে আমি আমার সেরাটা দিবো। আমি যেখানে আছি, সেখানে খুশি থাকার চেষ্টা করি। আমি শতভাগ উজার করে দিতে চাই। আমার লক্ষ্যই থাকে, সবসময় পারফর্ম করা এবং যে দলের হয়ে খেলি তাতে সহায়তা করা।