মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেনীতে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, রামদাসহ আটক ৩

প্রকাশিত : ১১:১৫ এএম, ৯ অক্টোবর ২০২২ রোববার

ফেনীতে-পুলিশ-সদস্যকে-কুপিয়ে-জখম-রামদাসহ-আটক-৩

ফেনীতে-পুলিশ-সদস্যকে-কুপিয়ে-জখম-রামদাসহ-আটক-৩

ফেনী রেলস্টেশনে রেলওয়ে পুলিশ (জিআরপি) সদস্য মো. লিয়াকত আলীকে (৫১) কুপিয়ে মারাত্মক জখম করেছে মাদক ব্যবসায়ীরা।

শনিবার এক অভিযানের সময় মাদক ব্যবসায়ীরা তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে রামদা ও বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে আটক করে।

আহত মো. লিয়াকত আলী জিআরপি ফেনী রেলস্টেশন ক্যাম্পের একজন কনস্টেবল। তাকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, বেশকিছু মাদক ব্যবসায়ী মাদক বহন করে ফেনী রেলস্টেশন সংলগ্ন ঝুপড়ি ঘরের দিকে নিয়ে যাচ্ছে- এমন খবরের ভিত্তিতে রেল পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা অতর্কিত হামলা চালিয়ে পুলিশ সদস্য মোহাম্মদ লিয়াকত আলীকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। এ সময় অপর পুলিশ সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

লাকসাম জিআরপি থানার পরিদর্শক জসিম উদ্দীন জানান, ঘটনার পর ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অং প্রু মারমার নেতৃত্বে ফেনী রেলস্টেশন এলাকায় ফেনী জেলা পুলিশ এবং জিআরপি পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তিন মাদক ব্যবসায়ীকে আটক ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেন। এ সময় পুলিশের ওপর হামলায় ব্যবহৃত রামদা উদ্ধার করা হয়। জিআরপি পুলিশ বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করবে বলেও জানান তিনি।