কাল কলাপাড়ার আকাশে উড়বে ফানুস
প্রকাশিত : ১০:১৫ পিএম, ৮ অক্টোবর ২০২২ শনিবার
কাল-কলাপাড়ার-আকাশে-উড়বে-ফানুস
এজন্য কলাপাড়া উপজেলার বিভিন্ন রাখাইন পল্লীতে বিরাজ করছে উৎসবের পরিবেশ। বিহারগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। এছাড়া বিভিন্ন পিঠাপুলির আয়োজনের পাশাপাশি রাতের আকাশে রঙ বে-রঙের ফানুস ওড়ানোর ব্যবস্থা করা হয়েছে।
জানা যায়, কলাপাড়া উপজেলায় রাখাইনরা ২৩টি পল্লীতে এ উৎসব পালন করা হবে। আষাঢ়ী পূর্ণিমাতে বৌদ্ধ ভিক্ষুদের শুরু হওয়া বর্ষাব্রত কার্তিকের এ পূর্ণিমাতে শেষ হয়। বৌদ্ধ বিহারগুলোতে এ সময় গৌতম বুদ্ধের স্মরণে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়। প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। গৌতম বুদ্ধ এ দিনে ধর্ম প্রচার শুরু করেন। এজন্য প্রতি বছর এ সময়ে ফানুস উড়িয়ে এবং ধর্মীয় নানা আয়োজনের মাধ্যমে স্মরণ করা হয় গৌতম বুদ্ধকে।
কলাপাড়ার মিস্ত্রিপাড়া সীমা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উত্তম মহাথের জানান, আশ্বিনী পূর্ণিমাকে প্রবারণা পূর্ণিমা বলা হয় থেরবাদী বৌদ্ধ বিশ্বে। এটি থেরবাদী বৌদ্ধদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন। বিশ্বের অপরাপর থেরবাদী বৌদ্ধদের মতো বাংলাদেশের সব বৌদ্ধ এ প্রবারণা পূর্ণিমা উদযাপন করে থাকেন।
এ বিষয়ে মহিপুর থানার ওসি আবুল খায়ের বলেন, নিরাপত্তার স্বার্থে রাখাইন পাড়াগুলোতে সার্বক্ষণিক নজরদারি করা হবে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য জানান, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রতিটি বৌদ্ধ বিহারের জন্য ৫০০ কেজি করে চাল বরাদ্দ করা হয়েছে।