‘নারীর ফাঁদে’ পড়ে খুন হন জাকির
প্রকাশিত : ১০:১৫ পিএম, ৮ অক্টোবর ২০২২ শনিবার
নারীর-ফাঁদে-পড়ে-খুন-হন-জাকির
অবশেষে বিকাশে আরো টাকা দিয়েও প্রাণ নিয়ে ফিরে যেতে পারেননি জাকির। ছুরিকাঘাতে খুন হন তিনি।
ঘটনাটি বগুড়ার শাজাহানপুর উপজেলার কৈগাড়ি এলাকার। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার রাতে বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
নিহত ৪৫ বছরের জাকির চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সাচিয়াখালি গ্রামের মৃত আনোয়ারুল হোসেন জমাদ্দারের ছেলে। তবে বর্তমানে পরিবারসহ শাজাহানপুর উপজেলার শাকপালা ক্যান্টনমেন্ট পাড়ায় ভাড়াবাসাতে বসবাস করতেন জাকির। ওই উপজেলার ফুলতলা এলাকায় তার একটি চা স্টল আছে। সেই দোকান থেকেই তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় ওই রাতেই শাজাহানপুর থানায় মামলা করেন নিহতের স্ত্রী মমতাজ বেগম।
গ্রেফতার দুজন হলেন- কৈগাড়ি পূর্বপাড়া এলাকার ২৪ বছরের আশরাফুল ইসলাম আশা ও ২৫ বছরের মোস্তফা কামাল ওরফে কমল (২৫)।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় নিজের চা স্টলেই ছিলেন জাকির। দুজন নারী এসে দোকান থেকে তাকে ডেকে নিয়ে কৈগাড়ি এলাকায় নিয়ে যান। জাকিরকে বাড়িতে নিয়েই দুই নারী প্রতারক চক্রের অন্য সদস্যদের ডেকে নেন। ওই সময় গ্রেফতার হওয়া দুজনসহ আরও ছয়জন সেখানে উপস্থিত হয়ে জাকিরকে জিম্মি করেন। তারা জাকিরের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করার চেষ্টা করেন। ওই সময় জাকিরের কাছে টাকা দাবি করা হয়। নিজের কাছে থাকা নগদ ২ হাজার ৩০০ টাকা জাকির প্রতারক চক্রের সদস্যদের দেন। এ সময় জাকিরের কাছে আরও টাকা দাবি করা হয়। জাকির বাধ্য হয়ে বিকাশে আরও ১০ হাজার টাকা দেন।
এরই একপর্যায়ে জাকির পালানোর উদ্দেশ্যে ওই বাড়ির বারন্দা থেকে বাইরের দিকে দৌড় দেন। এ সময় গ্রেফতার হওয়া আশা দৌড়ে এসে পেছন থেকে জাকিরকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন জাকিরকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা ডিবি পুলিশের ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ জানান, হত্যায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে হত্যায় ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে।