প্রসূতি মৃত্যুর ৪৭ দিন পর কবর থেকে লাশ উত্তোলন
প্রকাশিত : ০৯:১৫ পিএম, ৮ অক্টোবর ২০২২ শনিবার
প্রসূতি-মৃত্যুর-৪৭-দিন-পর-কবর-থেকে-লাশ-উত্তোলন
শনিবার দুপুরে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারিয়াখোলা গ্রামের কবরস্থান থেকে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ এলাহীর উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়। এর আগে, জনসেবা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের অবহেলায় গত ২১ আগস্ট রাতে ঐ প্রসূতির মৃত্যু হয়। পরদিন ২২ আগস্ট তাকে চুয়ারিয়াখোলা গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
জানা যায়, গত ২১ আগস্ট উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারিয়াখোলা গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী শিরিনা আক্তারের প্রসব বেদনা নিয়ে কালীগঞ্জে জনসেবা হাসপাতালে ভর্তি হন। পরে সেখানে রক্তশূন্য প্রসূতি শিরিনার ‘এবি’ পজিটিভ রক্তের প্রয়োজন থাকলেও তাকে পুশ করা হয় ‘বি’ পজিটিভ রক্ত। পরে প্রসূতির অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে ২৪ র্যাব ছয় অভিযুক্তকে গ্রেফতার করে। পাশাপাশি এ ঘটনায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে গাইনি বিভাগের চিকিৎসক সানজিদা পারভীনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
এ ঘটনায় ২৪ আগস্ট রাতেই নিহতের স্বামী আব্দুর রাজ্জাক বাদী হয়ে নয় জনের নাম উল্লেখসহ সাত থেকে আটজনকে অজ্ঞাত আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন। ঐ মামলায় কালীগঞ্জ জনসেবা হাসপাতালের পরিচালক, নার্স ও কর্মচারীসহ গ্রেফতার ছয়জনকে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেফতারকৃত ছয় আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে গত ২৫ আগস্ট আদালতে আবেদন করা হয়। পরে রিমান্ড শুনানি শেষে গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক রাগীব নূর গ্রেফতারকৃতদের দুইদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
জিজ্ঞাসাবাদ শেষে মামলার তদন্ত অগ্রগতির জন্য গ্রেফতারকৃত আসামি বন্যা আক্তার ও আশিকুর রহমানকে আরো পাঁচদিন জিজ্ঞাসাবাদের জন্য গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড আবেদন করা হয়। আদালত সেই আবেদন নামঞ্জুর করেন। পরে গত ১০ সেপ্টেম্বর কালীগঞ্জ থানার ওসি আনিসুর রহমানের সুপারিসসহ মামলার তদন্ত কর্মকর্তা মামলার অধিকতর তদন্তের জন্য গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ শিরিনা বেগমের লাশ কবর থেকে উত্তোলনের আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঐ আদালতের সিনিয়র বিচারক ইসরাত জেনিফার জেরিন গত ১৮ সেপ্টেম্বর লাশ উত্তোলনের নির্দেশ দেন।