মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্রাহ্মণবাড়িয়ায় ইলিশ ধরায় ৫ জেলের জরিমানা

প্রকাশিত : ০৮:১৫ পিএম, ৮ অক্টোবর ২০২২ শনিবার

ব্রাহ্মণবাড়িয়ায়-ইলিশ-ধরায়-৫-জেলের-জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায়-ইলিশ-ধরায়-৫-জেলের-জরিমানা

সম্পর্কিত খবর লক্ষ্মীপুরে সাড়ে ৩ মণ ইলিশ জব্দ, ব্যবসায়ীর জরিমানা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় পাঁচ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন জানান, সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে ইলিশ মাছ ধরায় তিন হাজার মিটার জাল উদ্ধারসহ পাঁচ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। উদ্ধার করা জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়।