সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আয়ারল্যান্ডে পেট্রল স্টেশনে বিস্ফোরণ, নিহত ৯

প্রকাশিত : ০৭:৫০ পিএম, ৮ অক্টোবর ২০২২ শনিবার

আয়ারল্যান্ডে-পেট্রল-স্টেশনে-বিস্ফোরণ-নিহত-৯

আয়ারল্যান্ডে-পেট্রল-স্টেশনে-বিস্ফোরণ-নিহত-৯

আয়ারল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডোনেগাল কাউন্টিতে একটি পেট্রল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে নয়জন নিহত হয়েছেন।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) দেশটির ক্রিসলফ গ্রামের উপকণ্ঠে অ্যাপলগ্রিন পেট্রল স্টেশনে এ বিস্ফোরণ হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

আইরিশ পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় আহত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া নিখোঁজ ব্যক্তিদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ আরো জানায়, শুক্রবার তিনজনের মৃত্যুর পর আরো ছয়জনের মৃত্যু হয়েছে। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

ক্রিসলফ উত্তর আয়ারল্যান্ডের সীমান্ত থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত। গ্রামটির জনসংখ্যা প্রায় ৪০০ জন।

একাধিক ছবিতে দেখা যাচ্ছে, বিস্ফোরণে পেট্রল স্টেশনের উপরে অবস্থিত একটি আবাসিক ইউনিটের দেয়াল উড়ে গেছে, ছাদের একাংশ ধসে পড়েছে এবং স্টেশনটির সামনের অংশে একাধিক গাড়ি পার্ক করে রাখা জায়গায় ধ্বংসস্তূপ ছড়িয়ে-ছিটিয়ে আছে।

“অনুসন্থান ও উদ্ধার অভিযান অব্যাহত আছে,” বলা হয়েছে পুলিশের বিবৃতিতে।

স্থানীয় সাংসত পিয়ার্স দোহার্টি বলেছেন, শুক্রবারের ওই ‘বিশাল বিস্ফোরণের’ শব্দ কয়েক মাইল দূর থেকেও পাওয়া গেছে। বিস্ফোরণের কয়েক ঘণ্টা পরও ভবনের নিচে লোকজন আটকা পড়ে ছিলেন, তাদের কেউ কেউ নিজেরাই জরুরি বিভাগের সঙ্গে যোগাযাগ করেছেন।

ওই পেট্রল স্টেশনের গ্রামের একমাত্র সুপারশপ, সেখানে একটি ডাকঘর আর একটি চুল কাটার দোকানও আছে। শুক্রবার স্কুল ছুটির পর ওই সময় এলাকাটি বেশ ব্যস্ত থাকে, বলেছেন তিনি।

আইরিশ কোস্ট গার্ড জানিয়েছে, কাছাকাছি থাকা তাদের হেলিকপ্টার জরুরি বিভাগের অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তা করছে।

কাছাকাছি নর্দার্ন আয়ারল্যান্ড থেকেও বিশেষজ্ঞ উদ্ধারকারীদের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে, বলেছে তারা।