মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিশিরভেজা ঘাসে শীতের উঁকি

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ৮ অক্টোবর ২০২২ শনিবার

শিশিরভেজা-ঘাসে-শীতের-উঁকি

শিশিরভেজা-ঘাসে-শীতের-উঁকি

সম্পর্কিত খবর বাজারে শীতকালীন সবজি, দাম কিছুটা বেশি রাতে ঝরছে কুয়াশা। সকালে শিশিরভেজা ঘাস। কুয়াশাচ্ছন্ন থাকছে মাঠ আর ঘাট। ভিজে থাকছে গাছের লতা-পাতা। এভাবেই শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে উত্তরের জেলা কুড়িগ্রামে।

কদিন আগেও এখানকার বাসিন্দারা বৈদ্যুতিক ফ্যান ছাড়া রাতে ঘুমাতে পারতেন না। কিছুদিনের ব্যবধানে এখন ব্যবহার করতে হচ্ছে চাদর কিংবা কাঁথা। রাত হলেই বইছে ঠান্ডা বাতাস। ঝরছে কুয়াশাও। রাতে ঠান্ডা আর দিনে গরম থাকায় জেলায় দেখা দিয়েছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। এসব রোগে আক্রান্ত হচ্ছেন সব বয়সী মানুষ।

কুয়াশাচ্ছন্ন মাঠ

স্থানীয় গৃহবধূ মোস্তারী বেগম জানান, তারা বেশ কয়েকদিন ধরেই রাতে বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করছেন না। রাতে ঠান্ডা লাগায় পাতলা কাঁথা জড়িয়ে ঘুমাচ্ছেন তারা।

কসমেটিকস ব্যবসায়ী মোস্তফা শাহরিয়ার জানান, রাতে বেশ ঠান্ডা লাগে। কাঁথা ছাড়া ঘুমানো যাচ্ছে না। ফজরের সময় উঠলে শীতের মতো কুয়াশায় কিছুই দেখা যায় না।

রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সবুর বলেন, কুড়িগ্রামে আশ্বিন-কার্তিক মাসে মৃদু ঠান্ডা ও কুয়াশা পড়ে। এটি শীতের আগাম বার্তা। এখানে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতে কমছে।