নির্বাচন গণতান্ত্রিক দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ: আহসান হাবিব খান
প্রকাশিত : ০৭:১০ পিএম, ৮ অক্টোবর ২০২২ শনিবার
নির্বাচন-গণতান্ত্রিক-দেশে-সবচেয়ে-গুরুত্বপূর্ণ-আহসান-হাবিব-খান
তিনি বলেন, কোনো বিতর্কিত নির্বাচন করে আমরা সমালোচিত হতে চাই না। যেকোনো মূল্যে আমরা একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দেশের ৬১ জেলার ডিসি ও পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মো. আহসান হাবিব খান বলেন, রাজনৈতিকদলসহ সবার চাওয়া একটি সুষ্ঠু নির্বাচন। সাংবিধানিকভাবে এই গুরুদায়িত্ব নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত। শপথ নেয়ার পর থেকে আমাদের একমাত্র লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া।
তিনি বলেন, উপস্থিত জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের বিনয়ের সঙ্গে বলতে চাই, নির্বাচনের সময় আপনারা আমাদের বিশ্বস্ত প্রতিনিধি হয়ে কাজ করবেন। মাঠ পর্যায়ে সুষ্ঠু নির্বাচন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব আপনাদের ওপর। মনে রাখতে হবে আপনারা সবাই প্রজাতন্ত্রের কর্মচারী।