নিলামে উঠল বিরল গোলাপি হিরা, দাম শুনেই চোখ উঠবে কপালে
প্রকাশিত : ০৩:৫০ পিএম, ৮ অক্টোবর ২০২২ শনিবার
নিলামে-উঠল-বিরল-গোলাপি-হিরা-দাম-শুনেই-চোখ-উঠবে-কপালে
সম্প্রতি এ হীরকখণ্ডই নিলামে তুলেছে হংকং। এ হিরার প্রতি ক্যারেটের আনুমানিক মূল্য প্রায় ৫৫.৭ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬০০ কোটি টাকা)।
নিলামের আগে এ ‘উইলিয়ামসন পিঙ্ক স্টার’নামক হিরাটির প্রাথমিক দাম প্রায় ২১ মিলিয়ন ডলার নির্ধারণ করা হয় । প্রায় দ্বিগুণ মূল্যে ফ্লোরিডার এক বাসিন্দা এ হিরাটি কিনেন।
বিশ্ববাজারে বিভিন্ন প্রকার হিরার মধ্যে গোলাপি হিরার চাহিদা সবচেয়ে বেশি। সাধারণত বেশির ভাগ গোলাপি হিরাই এক ক্যারেটের কম ওজনের হয়। এ হিরার ওজন ও উজ্জ্বল এতটাই যে এটিকে বিরলবলে দাবি করছেন বিশেষজ্ঞরা। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গোলাপি হিরা যা নিলামে উঠেছে।
অন্য দুটি গোলাপি হিরার নামানুসারে উইলিয়ামসন পিঙ্ক স্টারের নামকরণ করা হয়েছে। রেকর্ড স্থাপনকারী ‘সিটিএফ পিঙ্ক স্টার’এবং ‘উইলিয়ামসন স্টোন’ যেটি ২৩.৬ ক্যারেট হিরা। সেই হিরা ১৯৪৭ সালে রানি দ্বিতীয় এলিজাবেথকে বিয়ের উপহার হিসেবে দেওয়া হয়েছিল।