ভারতকে হারাতে বাংলাদেশের প্রয়োজন ১৬০
প্রকাশিত : ০৩:৩০ পিএম, ৮ অক্টোবর ২০২২ শনিবার
ভারতকে-হারাতে-বাংলাদেশের-প্রয়োজন-১৬০
নির্ধারিত ২০ ওভারে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ১৫৯ রান।
আজকের ম্যাচে ভারত তাদের নিয়মিত অধিনায়ক হারমানপ্রিত কউরকে বিশ্রাম দিয়েছে। তার জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন স্মৃতি মান্ধানা। সিলেটে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি।
ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ছিল দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে শেফালি ভার্মা ও স্মৃতি যোগ করেন ৯৬ রান। দ্বাদশ ওভারে রান আউটের শিকার হয়ে স্মৃতি ফিরলে ভাঙে এ জুটি। এর আগে তিনি করেন ৪৭ রান।
স্মৃতি না পারলেও ফিফটি পূরন করেছেন শেফালি। এই ব্যাটার খেলেন ৫৫ রানের ইনিংস। রিচা ঘোষ ৪ রানের বেশি করতে পারেননি। পরের বলেই কিরন প্রভুকে বোল্ড করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান রুমানা আহমেদ। তবে তা আর হয়নি।
শেষ ওভারে ১০ রানে আউট হন দীপ্তি শর্মা। অন্য প্রান্তে অপরাজিত ৩৫ রানের অনন্য ইনিংস খেলেন জেমিমাহ রদ্রিগেজ। বাংলাদেশের হয়ে রুমানা তিনটি ও সালমা খাতুন একটি করে উইকেট শিকার করেন।
বাংলাদেশ এবারের এশিয়া কাপে তিন ম্যাচ খেলে দুটিতে জিতেছে। আছে পয়েন্ট তালিকার চার নম্বরে। চার ম্যাচে ৩ জয় নিয়ে শীর্ষে ভারত।