বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অস্ত্রের মুখে কিশোরকে অপহরণ করল রোহিঙ্গা সন্ত্রাসীরা

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ৮ অক্টোবর ২০২২ শনিবার

অস্ত্রের-মুখে-কিশোরকে-অপহরণ-করল-রোহিঙ্গা-সন্ত্রাসীরা

অস্ত্রের-মুখে-কিশোরকে-অপহরণ-করল-রোহিঙ্গা-সন্ত্রাসীরা

কক্সবাজারের টেকনাফে স্থানীয় কিশোরকে অপহরণের অভিযোগ উঠেছে রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে। এ সময় এক পানচাষি গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত কিশোরের নাম আব্দুর রহমান আবছার। ১৬ বছর বয়সী আবছার বড়ডেইল পাহাড়ি এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে। গুলিবিদ্ধ ৩০ বছরের মোহাম্মদ শরীফ একই এলাকার সোনা আলীর ছেলে।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নূর মোহাম্মদ জানান, শুক্রবার সকালে পাহাড়ের কিনারায় পানের বরজে কাজ করতে যান আবছার ও শরীফ। এ সময় তাদের ওপর হামলা চালায় একদল অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী। একপর্যায়ে অস্ত্রের মুখে আবছারকে ধরে ফেললেও শরীফ দৌড়ে পালানোর সময় গুলি করে তারা। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

এর আগে, ২৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবর দুই বাংলাদেশিকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এসব ঘটনায় তিনজন গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে আসেন। পরে মুক্তিপণের বিনিময়ে ছাড়া পান অপহৃত দুজন।