সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দেশের জার্সিতে সাকিবের সামনে দুই রেকর্ড হাতছানি

প্রকাশিত : ১২:৩০ পিএম, ৮ অক্টোবর ২০২২ শনিবার

দেশের-জার্সিতে-সাকিবের-সামনে-দুই-রেকর্ড-হাতছানি

দেশের-জার্সিতে-সাকিবের-সামনে-দুই-রেকর্ড-হাতছানি

আইসিসি টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলা ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মাঠে ছিলেন না টাইগার দলপতি সাকিব আল হাসান। নামলেই তার নাম লেখা হতো রেকর্ড বুকে। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে জাতীয় দলের জার্সিতে অনন্য এক রেকর্ড গড়তে যাচ্ছেন দেশের ক্রিকেটের পোস্টারবয় খ্যাত সাকিব আল হাসান।

রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই সাকিব নাম বনে যাবেন টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে লম্বা ক্যারিয়ারের মালিক। টস করতে নামলেই বাংলাদেশের জার্সিতে তার টি-টোয়েন্টি ক্যারিয়ার হবে ১৫ বছর ৩১৫ দিনের। একই সঙ্গে টিনি টপকে যাবেন মুশফিকুর রহিম ও ভারতের দীনেশ কার্তিককে।

সবচেয়ে লম্বা টি-টোয়েন্টি ক্যারিয়ারের আগের রেকর্ডটি ছিল কার্তিকের। বর্তমানে তার টি-টোয়েন্টি ক্যারিয়ার আটকে আছে ১৫ বছর ৩০৭ দিনে। এ তালিকায় তিনে রয়েছেন মুশফিকুর রহিম। ১৫ বছর ২৭৭ দিনের মাথায় থেমে গেছে তার ক্রিকেটের শর্টার ফরম্যাটের ক্যারিয়ার। সাবেক দলপতি মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের বয়স ১৫ বছরের। তামিমের ১২ বছর ১৯০ দিন।

১০ বছরের বেশি টি-টুয়েন্টি ক্যারিয়ার ছিল আরো তিন বাংলাদেশির। তিনজনই পেসার। তারা হলেন- মাশিরাফী বিন মোর্ত্তজা, রুবেল হোসেন ও শফিউল ইসলাম।

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টস করতে নামলেই মুশফিককে ছাড়িয়ে সাকিব নাম লেখাবেন টি-টোয়েন্টিতে সর্বাধিক ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়া তৃতীয় অধিনায়ক হিসেবে। বর্তমানে মুশফিক ও সাকিব সমান সংখ্যাক ২৩ বার দলকে নেতৃত্ব দিয়েছেন। টি-টোয়েন্টিতে সর্বাধিকবার (৪৬টি ম্যাচ) জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দুইয়ে আছেন মাশিরাফী বিন মোর্ত্তজা (২৮টি ম্যাচ)।