বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌন্দর্য্য ছড়াচ্ছে সড়ক, মুগ্ধ পথচারীরা

প্রকাশিত : ১১:১৫ এএম, ৮ অক্টোবর ২০২২ শনিবার

সৌন্দর্য্য-ছড়াচ্ছে-সড়ক-মুগ্ধ-পথচারীরা

সৌন্দর্য্য-ছড়াচ্ছে-সড়ক-মুগ্ধ-পথচারীরা

মাদারীপুর শহরের মধ্য দিয়ে নির্মিত শেখ হাসিনা সড়কটি শহরের চেহারা আমূল বদলে দিয়েছে। দুই লেন বিশিষ্ট এই সড়কটি নির্মাণের ফলে বেড়েছে শহরের সৌন্দর্য। রাতের বেলায় সড়কে বিভিন্ন রংয়ের সড়ক বাতি সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ। এছাড়াও সড়ক বিভাজনের মধ্যে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগানো হয়েছে। এতে মুগ্ধ পথচারীরা।

সড়কটি ব্যবহারের জন্য সচল হওয়ার পরে দুর্ঘটনা ও যানজটও কমেছে শহরের। সরেজমিন গিয়ে এমন চিত্রই দেখা গেছে।

জানা যায়, শহরের দুর্ঘটনা লাঘবের জন্য ২০১৬-২০১৭ অর্থ বছরে কাজ শুরু হয়। কাজ শেষ হয় ২০১৮ সালে। ১৭ কিলোমিটার এই সড়কের নির্মাণে ব্যয় হয়েছে ১১৪ কোটি টাকা। ৫টি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ সম্পন্ন করেছে। যানবাহন চলাচরের জন্য ২০১৮ সালে সড়কটি খুলে দেয়া হয়। নামকরণ করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে।

দুই লেন বিশিষ্ট এই সড়কটি নির্মাণের ফলে বেড়েছে শহরের সৌন্দর্য।

মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ বলেন, সড়কের কাজ সম্পন্ন হওয়ার পর পৌরসভা থেকে সড়ক বাতি এবং ফুলের গাছ রোপণ করা হয়েছে। এতে করে পৌরসভার সৌন্দর্য বেড়েছে বহুগুণ। সড়ক বাতিগুলোর কারণে শহরে অন্যরকম এক পরিবেশ তৈরি হয়েছে। আলো থাকার কারণে কমেছে চুরি ছিনতাই।

স্থানীয় ব্যবসায়ী মহিউদ্দিন জানান, আগে সড়কটির বেহাল অবস্থার কারণে মানুষ চলাচল করতে পারতো না। মোটরসাইকেল থেকে শুরু করে ছোট যানবাহন গুলোর চালকরা এই সড়ক থেকে চলাচল করতে হিমশিম খেতেন। প্রতিনিয়ত ছোট খাটো দুর্ঘটনা এখানে ঘটতেই থাকতো। সড়ক নির্মাণের ফলে এখন করেছে না দুর্ঘটনা। 

মাদারীপুর সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারী প্রকৌশলী আমির হোসেন বলেন, আগে এ সড়কটি ভাঙা ছিল। মাদারীপুর সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে সড়কটি নির্মিত হওয়ার পর মানুষ স্বাচ্ছন্দে সড়কটি ব্যবহার করতে পারছে।