ইউটিউবারকে দেখতে সাইকেলে ২৫০ কিলোমিটার পথ পাড়ি বালকের
প্রকাশিত : ১০:৫০ এএম, ৮ অক্টোবর ২০২২ শনিবার
ইউটিউবারকে-দেখতে-সাইকেলে-২৫০-কিলোমিটার-পথ-পাড়ি-বালকের
পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দিল্লির উদ্দেশ্যে তিন দিনে ২৫০ কিলোমিটার পথ পাড়ি দেয় ১৩ বছরের বালক। সে ‘ট্রিগার্ড ইনসান’ নামের একটি ইউটিউব চ্যানেলের ইউটিউবার নিশ্চায় মালহানের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিল। তবে ঐ ইউটিউবার এখন দুবাই ভ্রমণে রয়েছেন।
প্রতিবেদনে আরো বলা হয়, ট্রিগার্ড ইনসান ইউটিউব চ্যানেলটি রসাত্মক ও মিথ্যে অভিনয় দিয়ে ভরপুর। চ্যানেলটির সাবস্ক্রাইব সংখ্যা ১ কোটি ৭০ লাখ। শিশুটি এই চ্যানেলের প্রতি আসক্ত ছিল। গত ৪ অক্টোবর অষ্টম শ্রেণি পড়ুয়া বালক চ্যানেলের আসক্তিতে কোনো কিছু করতে পারে বলে ধারণা করেন তার বাবা-মা।
বালকের পরিবার ও পাটিয়ালার পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়ার সূত্র ধরে বালক নিখোঁজের বিষয়টি দিল্লির পুলিশকে জানায়। থবর পেয়ে ঐ ইউটিউবাওর ছেলের ব্যাপারে অনলােইনে তথ্য জানতে চান এবং তাকে বাড়ি ফিরে যেতে আহ্বান জানান।
বিভিন্ন সড়কের ভিডিও ফুটেজে ছেলেকে সাইকেল চালিয়ে যেতে দেখা গেছে। তবে সে রাতে কোথায় থাকতো এবং কোথায় বিশ্রাম নিতে তা ভিডিও ফুটেজে দেখা যায়নি।
দিল্লি পুলিশ ঐ ইউটিউবারের বাড়ির সন্ধান পেয়ে পিটামারা এলাকায় যায়। সেখানে বাসিন্দাদের সঙ্গে কথা বলে। সিসিটিটি ফুটেজ দেখে সেই বালককে শনাক্ত করা হয়। ঐ বালক ইউটিউবারের ফ্ল্যাটে গিয়ে তাকে পাননি। বাসিন্দারা জানান, ইউটিউবার দুবাইয়ে বেড়াতে গেছেন।
পুলিশ প্রথমে বালকের সাইকেল খোঁজে পায়। তারপর বালককেও অবশেষে খোঁজে পাওয়া যায়। খবর পেয়ে বালকের পরিবার দিল্লিতে ছুটে আসেন এবং তাকে নিয়ে বাড়ি ফেরেন। পুলিশের তাৎক্ষণিক ভূমিকার জন্য বাহিনীটিকে ধন্যবাদ জানান বালকের নানি।
এদিকে, ইউটিউবার টুইট করে জানান, ভালো সংবাদ, নিখোঁজ ছেলেকে খুঁজে পাওয়া গেছে। ইশ্বরকে ধন্যবাদ।