ভূমধ্যসাগরে পুড়লো ইউরোপের স্বপ্ন, ১৫ মরদেহ উদ্ধার
প্রকাশিত : ০৯:৫০ এএম, ৮ অক্টোবর ২০২২ শনিবার
ভূমধ্যসাগরে-পুড়লো-ইউরোপের-স্বপ্ন-১৫-মরদেহ-উদ্ধার
শুক্রবার লিবিয়ান রেড ক্রিসেন্টের মুখপাত্র তৌফিক আল শুকরি এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লিবিয়ার পশ্চিম উপকূলে নৌকাডুবির পর উপকূলে কয়েকটি মরদেহ ভেসে আসে। উদ্ধারকৃত মরদেহগুলো স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর জন্য মরিয়া বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা। ইউরোপে যাওয়ার জন্য সাবরাথা একটি প্রধান লঞ্চিং পয়েন্ট। এ পয়েন্ট অভিবাসনপ্রত্যাশীদের জন্য বিপজ্জনক।
অনলাইনে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে, সমুদ্র সৈকতে একটি নৌকায় আগুন লেগে সেটি থেকে ধোঁয়া বের হচ্ছে। সেই নৌকার ভেতরেই দগ্ধ মানুষদের মরদেহ পড়ে থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে এসব ভিডিও ও ছবির সত্যতা যাচাই করা যায়নি।
গত জুন মাসে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, ২০২২ সালের প্রথম ছয় মাসে লিবিয়া থেকে যাওয়া কমপক্ষে ১৫০ জন অভিবাসনপ্রত্যাশী নৌকাডুবিতে মারা গেছেন।