সমকামী মনোভাব থাকায় ফিলিস্তিনি যুবকের শিরশ্ছেদ
প্রকাশিত : ১০:৫০ পিএম, ৭ অক্টোবর ২০২২ শুক্রবার
সমকামী-মনোভাব-থাকায়-ফিলিস্তিনি-যুবকের-শিরশ্ছেদ
আবু মারহিয়ার পরিবারও নির্দিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ করেনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরের হেবরন শহরের বাসিন্দা আহমাদ আবু মারহিয়া গত দুই বছর আগে পরিবার পরিজন ছেড়ে ইসরায়েলে পাড়ি জমান। সেখানকার সমকামীদের আশ্রয়ে থাকা শুরু করেন তিনি। হেবরনে থাকাকালে বিভিন্ন মাধ্যম থেকে টানা হুমকি আসার কারণেই ইসরায়েলে গিয়েছিলেন তিনি সেখানকার সমকামী অধিকার আন্দোলনেও যোগ দেন মারহিয়া।
কিন্তু ইসরায়েলে যাওয়ার পরও বিপদমুক্ত হননি আবু মারহিয়া। সেখানেও হুমকি পাচ্ছিলেন। এ কারণে সম্প্রতি ইসরায়েল ছেড়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন তিনি।
আবু মারহিয়ার ইসরায়েলি বন্ধুরা জানান, প্রাণনাশের হুমকির পরও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে প্রায়ই হেবরন যেতেন মারহিয়া। কয়েক দিন আগে তিনি ইসরায়েল থেকে হেবরনের উদ্দেশে রওনা হন। কিন্তু তারপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।
ইসরায়েলের সমকামী অধিকার আন্দোলন কর্মী নাতালি ফারাহ বলেন, আবু মারহিয়াকে হারানোর বেদনায় পুরো (সমকামী) কমিউনিটি কাঁদছে। এ সময়
সমকামী মনোভাবের ৯০ ফিলিস্তিনি ইসলায়েলে রয়েছেন বলে জানান তিনি।