রিপন নির্বাচিত হলে চিরতরে নদী ভাঙন থেকে রক্ষা পাবেন: নানক
প্রকাশিত : ১০:০৫ পিএম, ৭ অক্টোবর ২০২২ শুক্রবার
রিপন-নির্বাচিত-হলে-চিরতরে-নদী-ভাঙন-থেকে-রক্ষা-পাবেন-নানক
শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপনের সমর্থনে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, আপনারা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াকে যেভাবে নির্বাচিত করেছিলেন, একইভাবে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। নৌকার প্রার্থী মাহমুদ হাসান রিপন একজন সৎ ও আদর্শবান মানুষ। যেহেতু সাঘাটা-ফুলছড়ির মানুষ বেঈমান নয়, তাই ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আপনারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত করবেন।
ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন- ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, রেজোয়ানুল হক চৌধুরী শোভন, গাইবান্ধা-৫ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান রিপন, যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, সহ-সম্পাদক জামিল হোসেন, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রমুখ।