পর্যটকদের বিনামূল্যে ৫ লাখ বিমানের টিকিট দিচ্ছে হংকং
প্রকাশিত : ০৯:৫০ পিএম, ৭ অক্টোবর ২০২২ শুক্রবার
পর্যটকদের-বিনামূল্যে-৫-লাখ-বিমানের-টিকিট-দিচ্ছে-হংকং
মাত্র কয়েকদিন আগ পর্যন্ত বিশ্বের সবচেয়ে কঠোর কোয়ারেন্টাইনের নিয়মের মধ্যে ছিল হংকং। কারণ চীন করোনা প্রতিরোধে ‘জিরো-কোভিড’ নীতি চালু করেছিল। তার ধারাবাহিকতায় হংকং কোয়ারেন্টাইনে সবচেয়ে কঠোর নীতি মেনে চলছিল।
গত মাসে হংকং জানায়, তাদের শহরে এসে হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে না। আর করোনা টেস্টের নেগেটিভ রিপোর্টও দেখা হবে না।
হংকং-এর বিমানবন্দর কর্তৃপক্ষের একজন মুখপাত্রের বরাতে সিএনএন জানায়, হংকং ভ্রমণ খাতকে চাঙ্গা করতে চীনের বাসিন্দাসহ বিশ্বের পর্যটকদের বিনামূল্যে পাঁচ লাখ বিমানের টিকিট বিতরণ করবে। যার মূল দাঁড়াচ্ছে ২৫৪.৪ মিলিয়ন মার্কিন ডলার।
মুখপাত্র জানান, ২০২০ সালে বিমান শিল্পকে সহযোগিতার জন্য পাঁচ লাখ অগ্রীম বিমান টিকিট কিনেছিল হংকং। বিমানের তারল্য বাড়ানোর উদ্দেশ্যে এ ক্রয় করা হয়েছিল। এখন সেই টিকিট বৈশ্বিক পর্যটকদের এবং হংকং-এর বাসিন্দাদের দেওয়া হবে। ভ্রমণ খাতের ক্ষতি পুষাতেই বিনামূল্যে এসব টিকিট দেওয়া হবে।
এ মুখপাত্র বলেন, এ বিষয়ে হংকং ট্যুরিজম বোর্ডে বিস্তারিত বলা হবে।