বাংলাদেশের বিপক্ষে জিতে যার ওপর রাগ ঝাড়লেন শান্তশিষ্ট রিজওয়ান
প্রকাশিত : ০৮:৩০ পিএম, ৭ অক্টোবর ২০২২ শুক্রবার
বাংলাদেশের-বিপক্ষে-জিতে-যার-ওপর-রাগ-ঝাড়লেন-শান্তশিষ্ট-রিজওয়ান
সমালোচকদের এক হাত নিয়ে ক্ষুব্ধ রিজওয়ান বলেছেন, ‘আমরা সকলেই চেষ্টা করছি। ক্রিকেটার বা দল পরিচালনা কমিটির সকলেই চেষ্টা করছে। নিজেদের দুর্বলতাগুলো নিয়ে নির্দিষ্ট করে কাজ করছি। আমরা সকলেই মানুষ। মনে হয় আমাদের খানিকটা উন্নতিও হয়েছে।’
ইংল্যান্ডের কাছে ঘরের মাঠে টি-২০ সিরিজ হারের পর ওয়াসিম আকরাম পাকিস্তানের ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফকে সরাসরি প্রশ্ন করেন, ‘মাঠের সব দিকে, ৩৬০ ডিগ্রি এলাকায় শট নিতে বললে হবে না। সেটা বেশ কঠিন।’
এরপর তিনি বলেন, ‘অন্তত ১৮০ ডিগ্রি এলাকায় কেন শট নিতে পারবে না ব্যাটাররা? তুমি কি ওদের সেই অনুশীলন করাও না। তুমি যদি ওদের অনুশীলন করাও, তা হলে কেন ওরা ম্যাচে নিজেদের প্রয়োগ করতে পারছে না?’
মূলত আকরামের এই মন্তব্যেই রেগে লাল রিজওয়ান। শুক্রবার বাংলাদেশকে হারানোর পর তিনি বলেন, ‘কাউকে জবাবদিহি করা জন্য আমরা এখানে আসিনি। ক্রিকেট খেলাটাই আমাদের কাজ এবং আমরা সেটাই করছি।’
তিনি আরো বলেন, যারা প্রশ্ন করছেন, ‘তারা পাকিস্তানের ভালোর জন্য ভাবলে স্বাগত জানাতে চাই। আমরাও পাকিস্তানের জন্য ইতিবাচক ভাবেই ভাবি। আশা করি তারাও আমাদের এই দলের প্রতি যত্নশীল হবেন।’
এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারের পর থেকেই সমালোচনায় বিদ্ধ বাবর আজমরা। পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা সমালোচনায় সরব। দলের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে সবচেয়ে বেশি। টি-২০ বিশ্বকাপের আগে যা অস্বস্তিতে রেখেছে বাবরদের।