বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্তর্কোন্দলে জর্জরিত রাবি ছাত্রদল

প্রকাশিত : ০৮:১৫ পিএম, ৭ অক্টোবর ২০২২ শুক্রবার

অন্তর্কোন্দলে-জর্জরিত-রাবি-ছাত্রদল

অন্তর্কোন্দলে-জর্জরিত-রাবি-ছাত্রদল

দীর্ঘদিন পর গত বছরের ১৬ জুন বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা হলেও সক্রিয় হতে পারেনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ায় ও শিক্ষার্থীবান্ধব কর্মসূচি না থাকায় নেতাকর্মীরা এখন নিষ্ক্রিয়। উল্টো অন্তর্কোন্দলে জর্জরিত হয়ে পড়েছে ছাত্র সংগঠনটি।

দুই বছর মেয়াদী রাবি ছাত্রদলের ওই কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সুলতান আহমেদ রাহী এবং সদস্য সচিব ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী শামসুদ্দিন চৌধুরী সানিন। সম্মেলন ছাড়াই কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৩১ সদস্য বিশিষ্ট ওই কমিটি ঘোষণা করা হয়। কমিটি গঠনের এক বছর পার হলেও এখনও রাজপথের রাজনীতিতে সক্রিয় হতে পারেনি রাবি ছাত্রদল। উল্টো অন্তর্কোন্দলে জর্জরিত হয়ে পড়েছে সংগঠনটি।

এদিকে গত ১৩ আগস্ট সদস্য সচিব সানিনের বিরুদ্ধে ‘স্বেচ্ছাচারিতামূলক’ আচরণের অভিযোগ উঠেছে। কেন্দ্রে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন কমিটির এক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাত যুগ্ম আহ্বায়কসহ ১৭ জন। এ নিয়ে রাবি ছাত্রদলের মধ্যে চলছে অস্থিরতা।

ছাত্রদল সূত্রে জানা যায়, রাবি শাখা ছাত্রদলের বর্তমান আহ্বায়ক কমিটির আগের কমিটির সভাপতি ছিলেন ইমতিয়াজ আহমেদ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান। ২০১৪ সালের ২৪ জুলাই দুই বছরের জন্য ওই কমিটি ঘোষণা দেওয়া হয়েছিল। তিন মাস পর ১৪৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। গত বছরের ৬ মার্চ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

রাবি ছাত্রদল সাম্প্রতিক সময়ে বড় কোনো কর্মসূচি দিতে পারেনি। গত ১ আগস্ট ক্যাম্পাসের বাইরে বিক্ষোভ সমাবেশ ছিল। এক কেন্দ্রীয় নেতার গ্রেফতারের প্রতিবাদে ২৮ আগস্ট কাজলা গেটের কাছে বিক্ষোভ মিছিল করা হয়। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে তারা কোনো কর্মসূচি পালন করেনি।

সদস্য সচিবের বিরুদ্ধে কেন্দ্রে অভিযোগের বিষয়ে জানা গেছে, রাবি শাখা ছাত্রদলের সদস্য সচিব সানিনের বিরুদ্ধে কেন্দ্রে অভিযোগ দেওয়া হয়েছে। তিনি ‘স্বেচ্ছাচারিতামূলক’ আচরণের মাধ্যমে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তার বিরুদ্ধে আরও অভিযোগ, বহিরাগত মাদকসেবীদের ইন্ধন জোগানো, নিজ ইউনিটের নেতাকর্মীদের হেনস্তা, দলীয় ফোরামে মনগড়া তথ্য দেওয়া, ফোনে হুমকি-ধামকি, দলীয় প্রটোকল ভেঙে বহিরাগতদের লালন ইত্যাদি।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ আলী বলেন, সানিনের বিরুদ্ধে আমরা কেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছি। কেন্দ্র বিষয়টি দেখবে বলে আশ্বাস দিয়েছে।

কমিটির আরেকজন যুগ্ম আহ্বায়ক বলেন, শাখা ছাত্রদলের সদস্য সচিবের বাড়ি খুলনা। তিনি রাজশাহী থাকেন না।