আলেসকে শান্তিতে নোবেল বিজয়ী করায় বেলারুশের নিন্দা
প্রকাশিত : ০৭:৫০ পিএম, ৭ অক্টোবর ২০২২ শুক্রবার
আলেসকে-শান্তিতে-নোবেল-বিজয়ী-করায়-বেলারুশের-নিন্দা
কারাবন্দি একজনকে সম্মানজনক নোবেল পুরস্কারের জন্য মনোনীত করায় নিন্দা জানিয়েছে বেলারুশ। এ সময় আলফ্রেড নোবেলকে ‘কবরে আবার দাফন’ করা হয়েছে বলে মন্তব্য করে দেশটি।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়, বেলারুশের কারাবন্দি আলেস বিলিয়াতস্কিকে সম্মানজনক নোবেল পুরস্কার দেওয়ায় নোবেল কমিটির প্রতি নিন্দা জানায় বেলারুশ। এ উদ্যোগ আলফ্রেড নোবেলকে ‘কবরে ফিরিয়ে দেওয়া’ হয়েছে।
বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনাতোলি গ্লাজ টুইটারে বলেন, সম্প্রতি কয়েক বছর ধরে নোবেল কমিটির মূল সিদ্ধান্তগুলো রাজনীতিকরণে রূপ নিয়েছে। এতে আলফ্রেড নোবেলকে অপমান এবং তার সম্মানকে কবরস্থ করা হয়েছে।