বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

সচল হওয়া ডেমু ট্রেন রংপুর-পার্বতীপুর রুটে চলবে ৯ অক্টোবর থেকে

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ৭ অক্টোবর ২০২২ শুক্রবার

সচল-হওয়া-ডেমু-ট্রেন-রংপুর-পার্বতীপুর-রুটে-চলবে-৯-অক্টোবর-থেকে

সচল-হওয়া-ডেমু-ট্রেন-রংপুর-পার্বতীপুর-রুটে-চলবে-৯-অক্টোবর-থেকে

দেশীয় প্রকৌশলীদের হাতে সচল হওয়া একটি ডেমু ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ৯ অক্টোবর থেকে রংপুর-পার্বতীপুর রুটে ট্রেনটি চলাচল শুরু করবে।

বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে ডেমু ট্রেন চলাচলের সিদ্ধান্তের কথা জানানো হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ অক্টোবর থেকে পার্বতীপুর-রংপুর রুটে একটি ডেমু ট্রেন চলাচল করবে।

প্রতিদিন বিকেল ৫টা ১৫ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে ট্রেনটি সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রংপুর পৌঁছাবে। আর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রংপুর থেকে ছেড়ে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পার্বতীপুর পৌঁছাবে।

চলাচলকারী ট্রেনটির কর্মক্ষমতা সন্তোষজনক হলে এবং পর্যাপ্ত যাত্রী পাওয়া গেলে ভবিষ্যতে পার্বতীপুর থেকে দিনাজপুর, পার্বতীপুর থেকে কাউনিয়া এবং কাউনিয়া থেকে কুড়িগ্রাম রুটেও চলাচল করবে বলে ঐ চিঠিতে জানানো হয়।

চায়না থেকে ২০১৩ সালে ৬৪৫ কোটি টাকা ব্যয়ে ২০টি ডেমু ট্রেন আনা হয়। এক ধরনের সফটওয়্যারের মাধ্যমে এসব ট্রেন পরিচালিত হতো।