৯২ কোটি টাকায় বিক্রি হলো ফুলদানি!
প্রকাশিত : ০৫:৫০ পিএম, ৭ অক্টোবর ২০২২ শুক্রবার
৯২-কোটি-টাকায়-বিক্রি-হলো-ফুলদানি
ফুলদানিটি ফ্রান্সে নিলামে তোলে নিলাম সংস্থা ‘ওজেনাট অকশন হাউস।’
ওজেনাট অকশন হাউসে কর্ণধার জ্যাঁ পিয়ের ওজেনাট সংবাদমাধ্যম সিএনএন’কে জানিয়েছেন, নিজের দাদির কাছ থেকে ফুলদানিটি পেয়েছিলেন এক ব্যক্তি। তিনি তাদের সাথে যোগাযোগ করে ফুলদানিটি তাদের কাছে বিক্রি করে দেন।
জ্যাঁ পিয়ের বলেন, ‘এটা তাদের জীবন পুরোপুরি বদলে দেবে।’
তিনি আরো বলেন, ‘ওই ব্যক্তির দাদির কাছে ফুলদানিটি ৩০ বছর ছিল। নিলামে তোলার আগে ফুলদানিটি যখন প্রদর্শনীতে ছিল তখনই অনেকে এর বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন।’
আরো পড়ুন>> যুক্তরাষ্ট্রে বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম, অস্বস্তিতে নাগরিকেরা
শুরুতে ৩০০ থেকে ৪০০ জন ফুলদানিটির বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন। তবে নিলামে মাত্র ৩০ জনকেই অংশ নিতে দেওয়া হয়েছিল। নিলামে যাদের অংশ নেয়ার অনুমতি দেওয়া হয় তাদের প্রত্যেককেই কিছু অর্থ আগে ডিপোজিট করতে হয়।
নিলামে অংশ নেয়া ৩০ জনের মধ্যে ১০ জনের কোনো দাম বলার আগেই এর দাম ৫০ লাখ ইউরো ছাড়িয়ে যায়।
ওজেনাট অকশন হাউস থেকে এর আগে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিল নেপোলিয়নের ব্যবহৃত একটি তলোয়ার। ওই তলোয়ারটি বিক্রি হয়েছিল ৬৪ লাখ মার্কিন ডলারে।
আরো পড়ুন>> শান্তির নোবেল গেল ইউক্রেন, বেলারুশ ও রাশিয়ায়
তবে এই ফুলদানিটির দাম ৮৮ লাখ মার্কিন ডলারে উঠতে পারে বলে কোনোভাবেই চিন্তা করেননি তারা। জ্যাঁ পিয়ের বলছেন, কখনও কখনও এমন হয় যে নিলামে যারা অংশ নেন তাদের দু’তিনজন ভুল করে কোনো কিছুকে অতি মূল্যায়িত করে ফেলেন। তাই বলে ৩০০ জনের এক সাথে ভুল হওয়ার কথা না।
তিনি আরো বলেন, এখানে আসলে বাজারের আসল চিত্রটাই এসেছে। এখন আমার মনে হচ্ছে ফুলদানিটি আসলে অষ্টাদশ শতাব্দীর। এটি এখন হয়তো কোনো জাদুঘরে প্রদর্শনীর জন্য রাখা হবে, তবে আমি নিশ্চিত না।
সূত্র: সিএনএন