খেলার মাঠে ভারতীয় ক্রিকেটারের সানস্ট্রোক
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ৭ অক্টোবর ২০২২ শুক্রবার
খেলার-মাঠে-ভারতীয়-ক্রিকেটারের-সানস্ট্রোক
এবারের এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ভারত। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াইয়ে টস হেরে শুরুতে বোলিং করে হারমানপ্রীত করের দল। পাকিস্তান ইনিংসের ১২ তম ওভারের সময় হঠাৎ অসুস্থ বোধ করেন রিচা।
প্রথমে মাঠেই উইকেট রক্ষক ব্যাটারের চিকিৎসা হয়। গলায়, ঘাড়ে তোয়ালে দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখেন দলের ফিজিও। পরে তাকে ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয়। রিচার বদলে এরপর উইকেট রক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন শেফালি ভার্মা।
এ বছর নারী এশিয়া কাপের সবগুলো ম্যাচই হচ্ছে সিলেটে। দিনের বেলা খেলা হওয়ায় বেশ রোদের মধ্যেই খেলতে হচ্ছে ক্রিকেটারদের। তাই হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে ক্রিকেটারদের। তবে রিচার ঠিক কী হয়েছে সে বিষয়ে দলের পক্ষ থেকে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।
এদিকে সিলেটের আউটার স্টেডিয়ামের মাঠে প্রথম ইনিংস শেষে ভারতকে ১৩৮ রানের চ্যালেঞ্জ ছুঁড়েছে পাকিস্তান। রান তাড়া করতে নেমে ১২৪ করতেই অল আউট হয়েছে টিম ইন্ডিয়া। পাকিস্তানের জয় ১৩ রানে।