সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

হাওয়া, বিজলি, বৃষ্টি—সবই আছে আবহাওয়া বার্তায়

প্রকাশিত : ০৫:১০ পিএম, ৭ অক্টোবর ২০২২ শুক্রবার

হাওয়া-বিজলি-বৃষ্টি—সবই-আছে-আবহাওয়া-বার্তায়

হাওয়া-বিজলি-বৃষ্টি—সবই-আছে-আবহাওয়া-বার্তায়

সারাদেশের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরের লঘুচাপটি বর্তমানে অন্ধ্র উপকূলীয় ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় অবস্থান করছে। এ ছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং বঙ্গোপসাগরের মাঝামাঝি রয়েছে।

যার প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঢাকা, ভোলা ও রংপুরে ২৪ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের সন্দীপে ছিল সর্বোচ্চ ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।