নিজ দলে তোপের মুখে রিজভী
প্রকাশিত : ০৪:০৫ পিএম, ৭ অক্টোবর ২০২২ শুক্রবার
নিজ-দলে-তোপের-মুখে-রিজভী
বেসামাল কথাবার্তা ও দায়িত্বজ্ঞানহীনতার জন্য দল এবং দলের বাইরে প্রায়ই সমালোচিত হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মাঝে মাঝে তার বক্তব্য কৌতুকের জন্ম দেয়, আবার মাঝে মাঝে তা জনমনে নানা রকম বিরক্তির কারণও হয়ে দাঁড়ায়।
সম্প্রতি তার একটি বক্তব্যের জন্য বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের তোপের মুখে পড়েছেন তিনি। তিনি বলেন, ‘সুলতানা কামাল কিসের বুদ্ধিজীবী’। আর রিজভীর এমন বক্তব্যের সূত্র ধরে সুশীল সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপিকে নানা রকম তথ্য-উপাত্ত দিয়ে সুশীল সমাজ এমন বক্তব্যের সমালোচনা করছেন।
এ পরিস্থিতিতে সুশীল সমাজের বিএনপিপন্থীরাও অত্যন্ত বিব্রত এবং বিরক্ত।
দেশের বেশ কয়েকজন বুদ্ধিজীবী এ বিষয়টি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মঈন খানের সঙ্গে কথা বলেছেন। তাদের মতে, বুদ্ধিজীবীদের এভাবে আক্রমণ করাটা ঠিক হয়নি। এর ফলে সুশীল সমাজের মধ্যে একটা ভুল বার্তা যাবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিএনপির অসহিষ্ণুতার চিত্র ফুটে উঠবে।
তারা বলেন, রিজভীর এ বক্তব্যের মধ্য দিয়ে বিএনপির অসহিষ্ণুতার প্রকাশ ঘটেছে। এতে দলের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বুদ্ধিজীবীরা কোনো দলের নয়, তারা মুক্ত চিন্তার ধারক-বাহক। এ রকম মন্তব্যের পর বিএনপিপন্থী সুশীলরাও এখন রিজভীকে সাবধান হতে বলেছেন।