সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

যেসব কারণে ডে-কেয়ারে ৩৮ জনকে হত্যা করেন হামলাকারী

প্রকাশিত : ০৩:৫০ পিএম, ৭ অক্টোবর ২০২২ শুক্রবার

যেসব-কারণে-ডে-কেয়ারে-৩৮-জনকে-হত্যা-করেন-হামলাকারী

যেসব-কারণে-ডে-কেয়ারে-৩৮-জনকে-হত্যা-করেন-হামলাকারী

থাইল্যান্ডের ডে-কেয়ার সেন্টারে এক সাবেক পুলিশ কর্মকর্তার এলোপাতাড়ি ছুরি ও বন্দুক হামলায় ২৪ শিশুসহ ৩৮ জন নিহত হয়েছেন। হামলার পর নিজের স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজেই আত্মহত্যা করেন হামলাকারী। এরইমধ্যে এ হামলার কারণ উদঘাটনের দাবি করছে পুলিশ। হামলাকারীর মায়ের কাছ থেকেও মিলেছে চাঞ্চল্যকর তথ্য। 

পুলিশ বলছে, হামলাকারীকে চিহ্নিত করা গেছে। তার নাম পানয়া খ্যামরেপ। ৩৪ বছরের সাবেক পুলিশের এ সার্জেন্ট মাদক সেবনের অভিযোগে বিচারের মুখোমুখি হন। তার বিরুদ্ধে অভিযোগটি প্রমাণিত হয়।

পুলিশের মুখপাত্র পায়সাল লিওসম্বন বলেন, শুক্রবার সকালে আদালতে হাজিরা দেওয়ার পর ঐ ডে-কেয়ার সেন্টারে যান পানয়া। সেখান তার সন্তানকে না পেয়েই হত্যাকাণ্ড শুরু করেন। পানয়া অনবরত গুলি ও শিশুদের হত্যা করতে থাকেন।

এদিকে, স্থানীয় পুলিশ কর্মকর্তা চক্রফাট বিচিতাবিদ বলেন, ময়নাতদন্তে শিশুদের চাকু হামলার বিষয়টি শনাক্ত হয়েছে। কোনো কোনো শিশুর শরীরে একাধিকবার চাকুর আঘাত মিলেছে। আর বয়স্কদের ওপর গুলি করা হয়েছে।

এরইমধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করছে পুলিশ। পুলিশের ধারণা, পানয়া মানসিক বিপর্যস্ত থেকেই এ রকম হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

এদিকে, ঋণ ও মাদক সেবনের বিষয়টি উল্লেখ করে বন্দুকহামলাকারী পানয়ার মা বলেন, আমি জানি না সে কেন এত ন্যাক্কারজনক ঘটনা ঘটালো। তবে সে অনেক চাপের মধ্যে ছিল। তার অনেক ঋণ ছিল। সে মাদক সেবন করতো।

উল্লেখ্য, গত শুক্রবার থাইল্যান্ডের রাজধানী রাজধানী ব্যাংককের উত্তর-পূর্বাঞ্চল থেকে ৫০০ কিলোমিটার দূরের উথাই সাওয়ান শহরে ডে-কেয়ার সেন্টারে ছুরি ও বন্দুক হামলা করেন পানয়া খ্যামরেপ।