সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

করোনা বিধিনিষেধ তুলে নিল পর্তুগাল

প্রকাশিত : ১২:৫০ পিএম, ৭ অক্টোবর ২০২২ শুক্রবার

করোনা-বিধিনিষেধ-তুলে-নিল-পর্তুগাল

করোনা-বিধিনিষেধ-তুলে-নিল-পর্তুগাল

দীর্ঘ আড়াই বছর পর করোনার সব বিধিনিষেধ তুলে নিয়েছে দক্ষিণ-পশ্চিম ইউরোপের দেশ পর্তুগাল। দেশটির প্রেসিডেন্টের দেয়া ঘোষণা অনুযায়ী, চলতি অক্টোবর থেকে বাতিল করা হয়েছে কোভিড-১৯ সংক্রান্ত সব করোনাবিধি।

সিদ্ধান্ত বাস্তবায়নের পর থেকেই ইতিবাচক প্রভাব লক্ষ করা গেছে দেশটির পর্যটন খাতে। ইউরোপের বিভিন্ন দেশে যখন শীতের হিমেল হাওয়া বইছে, তখনও পর্তুগালে রৌদ্রোজ্জ্বল নাতিশীতোষ্ণ আবহাওয়া। আর আড়াই বছর পর করোনার সব বিধিনিষেধমুক্ত হওয়ায় লিসবনসহ পর্তুগালের প্রায় সবকটি পর্যটন শহরেই পর্যটকদের আনাগোনা অব্যাহত।

সরকারের দেয়া ঘোষণা অনুযায়ী, পহেলা অক্টোবর থেকে কোভিড-১৯ অন্যান্য সাধারণ রোগের মতোই একটি অসুস্থতা বলে বিবেচিত হচ্ছে। গুটিয়ে নেয়া হচ্ছে অস্থায়ী কোভিড টেস্ট সেন্টারগুলোও।

করোনা হলে আর থাকতে হবে না বাধ্যতামূলক আইসোলেশনে; এমনকি শুধু হাসপাতাল ছাড়া আর কোথাও বাধ্যতামূলক মাস্কও পরতে হবে না। পাশাপাশি বাতিল করা হয়েছে কোভিড নাইন্টিন সংক্রান্ত বিষয়ে জারি করা সব বিধিনিষেধ।

আরো পড়ুন>> নজিরবিহীন সংকটে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক

সাধারণত অক্টোবরে পর্যটক সমাগম অনেকটা কমে এলেও সরকারের এমন সিদ্ধান্ত বাস্তবায়নের পর পর্তুগালে অব্যাহত আছে পর্যটকের ঢল। আর এর প্রভাবও স্পষ্ট দেখা যাচ্ছে পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন খাতে।

সরকারের এমন পদক্ষেপকে বিধিনিষেধহীন বড়দিন ও নববর্ষ উদ্‌যাপনের সবুজ সংকেত হিসেবে দেখছে পর্তুগালের সাধারণ মানুষ। তবে পরিস্থিতির কোনো অবনতি হলে আবারও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার ঈঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তা।

সূত্র: শেনজেন ভিসা নিউজ